বিখ্যাত ব্রিটিশ পদার্থবিদ ও মহাকাশবিজ্ঞানী স্টিফেন হকিং হাসপাতালে

0
233

stephen-hawking-being-treated-at-rome-hospital

অসুস্থবোধ করায় বিখ্যাত ব্রিটিশ পদার্থবিদ ও মহাকাশবিজ্ঞানী স্টিফেন হকিংকে রোমে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছেন হকিংয়ের এক মুখপাত্র। পন্টিফিক্যাল অ্যাকাডেমি অব সায়েন্সেস-এ আয়োজিত এক সম্মেলনে অংশ নিতে ইতালির রাজধানীতে যান ৭৪ বছর বয়সী এই পদার্থবিদ। সোমবার তার পোপ ফ্রান্সিসের সঙ্গেও দেখা করার কথা। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় বৃহস্পতিবার রাতে তাকে রোমের জেমেলি হসপিটালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালটি রোমের সেরা হাসপাতালগুলোর একটি। পোপদের চিকিৎসাও এখানেই করা হয়।

হকিংয়ের মুখপাত্রের মতো ভ্যাটিকান সূত্রেও বলা হয়েছে, দুশ্চিন্তা করার মতো অবস্থায় নেই তিনি। এছাড়া সব কাজ শেষ করে শনিবার সদলবলে রোম ত্যাগের পরিকল্পনাও বদল হয়নি বলেও ভ্যাটিকানের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।তরুণ বয়সেই বিরল স্নায়ুরোগ মোটর নিউরন ডিজিজে আক্রান্ত স্টিফেন হকিং কম্পিউটারের সাহায্যে কথা বলেন। যেখানেই যান, তার সঙ্গে দু’জন নার্সসহ বেশ কয়েকজন সহকারি থাকতে হয়। ‘অা ব্রিফ হিস্ট্রি অব টাইম’ বইয়ের জন্য বিখ্যাত হকিং গত ২৫ নভেম্বর ভ্যাটিকানে মহাবিশ্বের উৎপত্তি নিয়ে একটি বক্তৃতা দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here