গাজীপুরে ট্রাক থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার

0
0

gazipur-02-december-2016-truk-driver-arrest-with-phensydile

গাজীপুরের টঙ্গীতে শুক্রবার মধ্যরাতে একটি ট্রাকে তল্লাশী চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। ওই চালকের নাম মোঃ আজাহার হোসেন আজাদ (২৮)। সে যশোরের ঝিকরগাছা থানার মিশ্রিডেকা এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।

গাজীপুর ট্রাফিক বিভাগের সিনিয়র এএসপি মোঃ সাখাওয়াৎ হোসেন জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় শুক্রবার দিবাগত রাত ১১ টার দিকে ঢাকাগামী একটি ট্রাককে (পাবনা-ট-০২-০০৮৩) থামার জন্য সিগন্যাল দেন ট্রাফিক সার্জেন্ট মোঃ মারুফ। ট্রাকটি থামালে ওই সার্জেন্ট ট্রাকের দিকে এগিয়ে যান। এসময় চালক ১০ হাজার টাকা উৎকোচ দিতে চাইলে পুলিশের ওই কর্মকর্তার সন্দেহ হয়। পরে সার্জেন্ট মারুফ ট্রাকের উপরে উঠে ত্রিপল দিয়ে ঢেকে রাখা চটের ৮টি বস্তায় ও ১১টি কার্টুনে ভর্তি বিপুল পরিমান ফেনসিডিল দেখতে পান। এসময় ট্রাকের চালক পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। পুলিশ ট্রাকটি জব্ধ করেছে। আটককৃত ট্রাক চালক আজাহার হোসেনের বরাত দিয়ে তিনি জানান, ট্রাকে ১ হাজার আটশত বোতল ফেনসিডিল বহন করছিল চালক।

এ ব্যাপারে টঙ্গী মডেল থানার ওসি ফিরোজ জানান, যশোর থেকে ওই ট্রাকযোগে চটের ৮টি বস্তায় ও ১১টি কার্টুনে ভর্তি করে দেড় হাজার বোতল ফেনসিডিল ঢাকায় নেয়া হচ্ছিল।

মোস্তাফিজুর রহমান টিটু, স্টাফ রিপোর্টার, গাজীপুর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here