আলোচনা সাপেক্ষে নারায়ণগঞ্জে সেনাবাহিনী মোতায়েন

0
0

%e0%a6%86%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%9a%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%aa%e0%a7%87%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a7%9f%e0%a6%a3%e0%a6%97%e0%a6%9e

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে আলোচনা করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার শাহনেওয়াজ। তিনি বলেন, ১৪ ডিসেম্বর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক হবে। ওই বৈঠকের ওপরই নির্ভর করবে সেনা মোতায়েনের সিদ্ধান্ত।শাহনেওয়াজ শনিবার চাঁদপুরে ব্যক্তিগত সফরে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।২৮ ডিসেম্বর অনুষ্ঠিত অনুষ্ঠিত হবে ।

এদিকে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আনুষ্ঠানিক প্রচার শুরু না হলেও প্রার্থীরা ঘরে বসে নেই। ভোটারদের সঙ্গে কুশলবিনিময়, উঠান বৈঠকসহ নানা কৌশলে চলছে প্রচারের কাজ।আর এসব ক্ষেত্রে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনাও ঘটছে। তবে অভিযোগ না পেলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে না ব্যবস্থা। গত মঙ্গলবার বিএনপির পক্ষ থেকে নাসিক নির্বাচনে সেনা মোতায়েনসহ বিভিন্ন দাবি জানিয়ে চিঠি দেওয়া হয়েছে নির্বাচন কমিশনে। বিএনপির মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে পূর্ণ সমর্থন জানিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। জোটের দুই শরিক দল এলডিপি ও কল্যাণ পার্টির মেয়র পদপ্রার্থীরা তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।স্থানীয় সূত্র জানিয়েছে, সাখাওয়াত হোসেন খান ভোটারদের কাছে দোয়া চাইতে বের হলেও নেতাকর্মীদের নিয়ে বিতরণ করেছেন ছবিসহ লিফলেট, যদিও এটিকে আচরণবিধি লঙ্ঘন বলে মনে করছেন না সাখাওয়াত। অন্যদিকে শহরের ডিয়ারা এলাকায় উঠান বৈঠক করেছেন ডা. সেলিনা হায়াত আইভী। তিনিও অভিযোগ অস্বীকার করে বলেছেন, আমি ৫ তারিখের পর আনুষ্ঠানিক প্রচারণা শুরু করব। তবে ১৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী মিনহাজুল কাদির মিমনের একটি দোয়ার অনুষ্ঠান বন্ধ করে দিয়েছেন নির্বাচনী কর্মকর্তারা। সহকারী রিটার্নিং অফিসার ওমর ফারুক বলেন, একজন প্রার্থীর পক্ষে প্রচারণার অংশ হিসেবে দোয়ার সময়ে আমরা সেখানে গিয়ে প্রথমে বক্তব্য শুনে নিশ্চিত হই। পরে সেটা বন্ধ করে দেওয়া হয়।

স্থানীয়রা জানিয়েছে, নির্বাচন কমিশন নির্দেশ দিলেও ১৩ নম্বর ওয়ার্ডে মহানগর আওয়ামী লীগের সহসভাপতি রবিউল হোসেনের নামে ব্যানার, ফেস্টুন এখনো শোভা পাচ্ছে। তিনি প্রায় প্রতিদিন মিছিলসহ গণসংযোগ করছেন।আচরণবিধি ভঙ্গের বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা তারিফুজ্জামান বলেন, আমরা লিখিত কোনো অভিযোগ পাইনি। কোনো সাংসদ নির্বাচনী কাজে আসতে পারবেন না, আবার কেউ ছবি নিয়েও লিফলেট বিতরণ করতে পারবেন না। মিছিল করে গণসংযোগ করাও আচরণবিধির লঙ্ঘন। এমনকি প্রচারণা ও লিফলেট বিতরণও নিষেধ। আইভী-সাখাওয়াতের গণসংযোগ : আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আইভী গত কয়েকদিন দিন বিভিন্ন এলাকায় নারীদের সঙ্গে উঠান বৈঠক করেন। তিনি সেখানে মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলেন এবং তিনটি মহল্লায় নারীদের সঙ্গে উঠান বৈঠক করেন। তিনি ভোটারদের বলেছেন, ভয় পাবেন না, আপনারা কাজ করে যান। মেয়র থাকাকালে আমি আপনাদের সমস্যা শুনে যেটা সঠিক ও ন্যায়সংগত মনে হয়েছে সেটা করেছি। দল ও মতের ঊর্ধ্বে উঠে উন্নয়নকাজ করেছি। বিএনপির মেয়র পদপ্রার্থী সাখাওয়াত বন্দর উপজেলার কয়েকটি ওয়ার্ডে দিনব্যাপী গণসংযোগ করেছেন। বাজার, দোকান ও বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনী দোয়া চান তিনি। প্রার্থীকে কাছে পেয়ে বন্দরবাসী তাদের নানা চাহিদার কথা জানায়। নির্বাচিত হলে তা পূরণের চেষ্টা করবেন বলে আশ্বস্ত করেন সাখাওয়াত।সাখাওয়াতকে ২০ দলীয় জোটের সমর্থন : গুলশানের কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে জোটের শরিক দলের নেতাদের বৈঠকের পর সাখাওয়াতকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত হয়।বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচনে জোট শরিক কল্যাণ পার্টি ও এলডিপির যে দুই প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন, তাঁরা তা প্রত্যাহার করে নেবেন বলে সিদ্ধান্ত হয়েছে। সেনা চেয়ে বিএনপির চিঠি : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অবাধ, নিরপেক্ষভাবে অনুষ্ঠানের জন্য ভোটগ্রহণের এক সপ্তাহ আগে থেকে ফল ঘোষণার পরদিন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনসহ বেশ কিছু দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে চিঠি দিয়েছে বিএনপি। দুপুরে নির্বাচন কমিশন (ইসি) সচিব মোহাম্মদ আব্দুল্লাহর কাছে এ চিঠি হস্তান্তর করে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর নেতৃত্বে একটি প্রতনিধিদল।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এ চিঠি সিইসিকে বিবেচনায় নেওয়ার জন্য পৌঁছে দেবেন বলে প্রতিনিধিদলকে জানান ইসি সচিব মোহাম্মদ আব্দুল্লাহ।সেনা মোতায়েন প্রশ্নে আইভী : সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের প্রার্থী আইভী। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি জনগণের ওপর আস্থা রাখতে চাই। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ সুষ্ঠু আছে। তবে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন যেকোনো বাহিনীকে নিয়োজিত করতে পারে। এ ক্ষেত্রে নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত। বিএনপির সমন্বয় কমিটি গঠন : সাখাওয়াত হোসেন খানের পক্ষে নির্বাচন পরিচালনা করতে সমন্বয় কমিটি গঠন করেছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এই কমিটির প্রধান সমন্বয়ক। সদস্যসচিব দলের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন।

আইভীর মন্তব্যে প্রতিক্রিয়া : রবিবার সকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির কার্যালয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠককালে মেয়র পদপ্রার্থী সেলিনা হায়াত আইভী নারায়ণগঞ্জের এমপি শামীম ওসমানের পিতাকে নিয়ে বিরূপ মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে। গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুসারে আইভী সেখানে বলেছেন, শামীম ওসমান থাকলে ভালো, না থাকলে আরো ভালো। তাঁর বাবার অবদানের চেয়ে আমার বাবার অবদান কম কী ছিল? তাঁর বাবা দল করে টাকা কামাই করেছেন। আর আমার বাবা দল করে অর্থ-সম্পদ খুইয়েছেন। শামীম ওসমানের বাবা প্রয়াত ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক এ কে এম সামসুজ্জোহা সম্পর্কে এ মন্তব্য জেনে নারায়ণগঞ্জ আওয়ামী লীগে প্রতিক্রিয়া তৈরি হয়েছে। মহানগর ও জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতাদের অনেকেই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশীদ বলেন, আইভীর সঙ্গে শামীম ওসমানের ব্যক্তিগত বিরোধ নেই, তাদের মধ্যে বিরোধিতা নীতিগত। জোহা ভাইয়ের মতো একজন কর্মীবান্ধব নির্লোভ মানুষকে নিয়ে এমন বক্তব্য দিয়ে আইভী প্রমাণ করেছে সে কখনো ঐক্যের পথে ছিল না। সোনারগাঁ থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভুইয়া বলেন, প্রয়াত এ কে এম সামসুজ্জোহা একজন নির্লোভ নেতা ছিলেন। সর্বজনশ্যদ্ধেয় নেতা নিয়ে আইভীর মন্তব্যের জন্য কেন্দ্রীয়ভাবে কঠোর সিদ্ধান্ত না হলে আমরা গণপদ্যতাগ করব।

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, আমি অসুস্থ বিধায় পত্রিকা দেখতে পারিনি, তবে বিষয়টি শুনেছি। জোহা ভাই ছিলেন আমার রাজনৈতিক গুরু। যদি আইভী এমন বক্তব্য দিয়ে থাকে, তবে সেটা নিন্দনীয়।নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা তৎপর হয়ে উঠেছে নিজ নিজ প্রার্থীকে জয়ী করতে। আপাতদৃষ্টিতে উভয় দলে ঐক্য দেখা গেলেও ভেতরের দৃশ্য অন্য রকম।উভয় দলেই রয়েছে অন্তর্দ্বন্দ্ব। আওয়ামী লীগের ডা. সেলিনা হায়াত আইভী ও বিএনপির অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন দলে অনৈক্যের বিষয়টি মাথায় রেখেই এগোচ্ছেন। দলে ঐক্য ফিরিয়ে বিজয় সুনিশ্চিত করতে এই দুই মেয়র প্রার্থী তৎপরতা শুরু করেছেন। নাসিক নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ২২ ডিসেম্বর। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার শুরু হবে প্রতীক বরাদ্দের পর। এই ফাঁকে এই নির্বাচনে মেয়র পদে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী নীরবে কাজ এগিয়ে নিচ্ছেন। প্রাথমিক প্রস্তুতি হিসেবে আওয়ামী লীগ ও বিএনপির এই দুই প্রার্থী এখন ঘর গোছাতে ব্যস্ত। দুজনই বলছেন, আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলে দলের সবাই এক হয়ে মাঠে নামবে। আপাতত তাঁরা আনুষঙ্গিক কাজ সারছেন।

সিটি নির্বাচন সামনে রেখে নারায়ণগঞ্জ আওয়ামী লীগে দ্বন্দ্ব অনেকটাই প্রকাশ্য। ডা. সেলিনা হায়াত আইভীর পক্ষে জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাইসহ কিছু নেতাকর্মীকে দেখা গেলেও শামীম ওসমান এমপি, মহানগরের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহাসহ অধিকাংশ নেতাকর্মীই প্রকাশ্যে পাশে নেই। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত শহীদ বাদলকেও দেখা যায়নি আইভীর পাশে। গত বৃহস্পতিবার আইভী যখন মনোনয়নপত্র জমা দেন, তখন জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা অবস্থান করছিলেন নারায়ণগঞ্জ বার ভবনে আইনজীবী সমিতির নির্বাচনে।এ ব্যাপারে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা বলেন, ত্বকী মঞ্চের নেতা রফিউর রাব্বী আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যেই গালাগাল করেন। আর সেই রাব্বীকে নিয়ে আইভীর মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়টি আমাদের ব্যথিত করেছে।

তবে সব বিষয় মাথায় নিয়েই ডা. সেলিনা হায়াত আইভী এগোচ্ছেন। নির্বাচনী দৌড়ে সাফল্য পেতে যা যা করণীয় তা করার চেষ্টা করছেন। ইতিমধ্যে তিনি শহরের ২ নম্বর রেলগেট এলাকায় দলীয় অফিস ব্যবহার করে নানা দিকনির্দেশনা দিচ্ছেন। মহানগর ও তৃণমূলের পরিচিত অনেককেই দেখা না গেলেও নিজস্ব কর্মী-সমর্থক নিয়ে তিনি নির্বাচনী কাজ এগিয়ে নিচ্ছেন। কর্মী-সমর্থকদের নানা দিকনির্দেশনা দিচ্ছেন। নির্বাচনী প্রচারণা ও সংবাদকর্মীদের নানা তথ্য দিতে সহায়ক মিডিয়া সেল গঠনের কাজও এগিয়ে নিয়েছেন। গতকাল শুক্রবার আইভী সারা দিন ঢাকায় অবস্থান করলেও তাঁর কর্মী-সমর্থকরা শহরের ২ নম্বর রেলগেট এলাকায় দলীয় কার্যালয়ে অবস্থান করে নির্বাচনী প্রচারসংশ্লিষ্ট নানা কাজে ব্যস্ত সময় কাটায়।নারায়ণগঞ্জ বিএনপিতেও রয়েছে অভ্যন্তরীণ কোন্দল। মনোনয়নপত্র সংগ্রহের দিনে বিএনপির অধিকাংশ নেতাকে সাখাওয়াতের পাশে দেখা গেলেও পরবর্তী দিনে তাঁদের আর কাউকে সেভাবে দেখা যাচ্ছে না। গতকাল শুক্রবার শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় দলীয় সভায় দেখা যায়নি জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার, মহানগর বিএনপির সাধারণ সম্পাদ এ টি এম কামালসহ গুরুত্বপূর্ণ নেতাদের; যদিও তাঁরা প্রকাশ্যে ঐক্যের কথা বলে যাচ্ছেন।

এ ব্যাপারে অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেন, ধানের শীষের জয়ের ব্যাপারে আমাদের মধ্যে রয়েছে ইস্পাতকঠিন ঐক্য। আমাদের পলিটিক্যাল মাদার দেশনেত্রী খালেদা জিয়ার নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করব। বিএনপির মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত শুক্রবার দুপুরে শহরের ডিআইটি কেন্দ্রীয় রেলওয়ে জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। শহরের অন্যতম বৃহৎ এই মসজিদে প্রতি শুক্রবার কয়েক হাজার মানুষ একসঙ্গে জুমার নামাজ আদায় করেন। দুপুর সোয়া ১টায় সাখাওয়াত মসজিদে প্রবেশ করেন।জুমার নামাজ আদায় শেষে সাখাওয়াত শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে আসেন। সেখানে সাখাওয়াত জানান, দলীয় কার্যালয় থেকেই তিনি নিয়মিত নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবেন। সে কারণে দলীয় কার্যালয়ে সংস্কারকাজ করা হচ্ছে। তা ছাড়া তিনি সবার সঙ্গে যোগাযোগ রেখে প্রস্তুতি নিচ্ছেন। ধানের শীষকে জেতাতে নানা পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, আমরা প্রচারণায় এগিয়ে থাকতে চাই। কেন্দ্রীয় নেতারা যখন নারায়ণগঞ্জে আসবেন তখন নারায়ণগঞ্জের চেহারাই পাল্টে যাবে। দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে সাখাওয়াত হোসেন খান বলেন, এখন প্রচারণা করলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হবে। তাই আমরা দলীয় কার্যালয়ে ঘরোয়াভাবে আলোচনা করছি। আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। ৫ ডিসেম্বরের পর দলীয় প্রতীক নিশ্চিত হলে আমাদের সব নেতাকর্মী যার যার অবস্থান থেকে নির্বাচনী প্রচারণায় মাঠে নামবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here