মাশরাফি বিন মুর্তজা বল হাতে আগে নিলেন ৩ উইকেট। ৪ ওভারে রান দিলেন মোটে ১৬। এরপর ব্যাটকে তরবারি বানিয়ে নেমে পড়লেন ৫ নম্বরে ব্যাট করতে। ১১ বলে ৩ ছক্কায় ২০ রান দিয়ে গেলেন। এর সাথে মারলন স্যামুয়েলসের দায়িত্ব নেওয়া ৫৭ বলে ৬৯ রানের হার না মানা ইনিংস যোগ হয়। ম্যান অব দ্য ম্যাচ তিনি। তাতে খুলনা টাইটান্সকে ৫ উইকেটে হারিয়ে এবারের বিপিএলে টানা তৃতীয় ম্যাচ জিতল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।এই আসরের শুরুতে গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লা টানা হেরেছে। শেষের দিকে এসে টানা জিতছে। যদিও শেষ চারে খেলার আশা নেই। শিরোপা ধরে রাখার সুযোগ নেই। তবে হেরে যাওয়ায় মাহমুদ উল্লাহদের পয়েন্ট তালিকার সেরা দুইয়ে থেকে প্লে অফে যাওয়ার বিষয়টি ধাক্কা খেল। এই ম্যাচে অবশ্য প্রথম পর্বে হারের শোধও নিল কুমিল্লা।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুক্রবারের প্রথম ম্যাচে টস হেরে ৬ উইকেটে ১৪১ রান করেছিল খুলনা। জবাবে, ১৮.৪ ওভারে ৫ উইকেটে ১৪২ রান করে জয় তুলে নেয় কুমিল্লা। ১১ ম্যাচে ১২ পয়েন্টই রইল খুলনার। সমান ম্যাচে কুমিল্লার পয়েন্ট ৮। বিপিএলের শেষের দিকে এসে কুমিল্লার তিন বিভাগই বুঝি বেশ জমে উঠেছে। বোলাররা শুরু থেকে দারুণ করলেন। ফিল্ডাররাও। তাতে তৃতীয় ওভারেই প্রথম উইকেট হারায় খুলনা। শিকারী অভিজ্ঞ মোহাম্মদ শরীফ। সপ্তম ওভারে বল হাতে তুলে নেন অধিনায়ক। মাশরাফির প্রথম বলেই উইকেট। তৃতীয় ওভারে জমে যাওয়া হাসানুজ্জানামকেও (২৬ বলে ২৯) তুলে নেন মাশরাফি।
খুলনার নেতা মাহমুদ উল্লাহ ততক্ষণে দায়িত্ব নিয়েছেন। কিন্তু আবার আঘাত মাশরাফির। এবার নিকোলাস পুরান (১৪) ফেরেন। এরপর ১টি করে উইকটে মোহাম্মদ সাইফুদ্দিন ও রশিদ খানের। নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে মাহমুদ উল্লাহ ৩৮ বলে ৪০ রান করে অপরাজিত।জবাবে কুমিলল্লর প্রথম উইকেটটা প্রথম ওভারেই তুলে নেয় খুলনা। পাকিস্তানী ধারাবাহিক আহমেদ শেহজাদ (০) স্বদেশী জুনায়েদ খানের শিকার। তবে ইমরুল কায়েস (২০) ও গত ৬ ম্যাচে যথাক্রমে ২৩, ৪৮, ৩০, ৫২, অপরাজিত ২৭ ও অপরাজিত ৫৫ রান করা মারলন স্যামুয়েলস দাঁড়িয়ে যান।
ইমরুলকে শেষে শফিউল ইসলাম তুলে নিলেন। খালিদ লতিফও (৩) দ্রুত ডাগ আউটে ফেরেন। চেপে ধরতে চায় খুলনা। মাশরাফি আসেন। মাহমুদউল্লাহকে ২টি ছক্কা মারেন। এরপর বেনি হাওয়েলকে আরেকটি। কিন্তু হাওয়েলই দুই ওভারে মাশরাফি ও নাজমুল হোসেন শান্তকে (৪) ফেরান। কিন্তু স্যামুয়েলস ততক্ষণে ম্যাচ বুঝে নিয়েছেন। লিটন দাসকে (অপরাজিত ২৪) সাথে নিয়ে বেশ সাবলীল ভাবে ক্যারিবিয়ান স্যামুয়েলস আরেকটি জয় এনে দেন কুমিল্লাকে