দুই মাসের মধ্যে লুই কানের নকশা বাস্তবায়ন

0
0

OLYMPUS DIGITAL CAMERA

লুই কানের করা জাতীয় সংসদের মূল নকশা এখন ঢাকায়। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী বলেছেন, শুধু জিয়াউর রহমানের কবর নয় জাতীয় সংসদ ভবন এলাকা থেকে লুই কানের নকশার বাইরের সব স্থাপনা দু’মাসের মধ্যে সরিয়ে ফেলা হবে। তবে বিএনপির বক্তব্য, সংসদ ভবন এলাকা থেকে জিয়াউর রহমানের কবর সরানো হলে জনগণ মেনে নেবে না।

মার্কিন স্থপতি লুই ইসাডোর কানের তৈরি করা জাতীয় সংসদের মূল নকশা পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় থেকে বৃহস্পতিবার রাতে বাংলাদেশে এসে পৌঁছেছে। জাতীয় সংসদ সচিবালয় এবং স্থাপত্য অধিদপ্তর মূল নকশা যাচাই বাছাই করে দ্রুতই সরকারকে একটি প্রতিবেদন দেবে। তারপর গণপূর্ত অধিদপ্তর প্রয়োজন অনুযায়ী সংস্কার কাজ শুরু করবে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিরিয়ার মোশাররফ হোসেন।

১৯৭৫ পরবর্তী সময় থেকে ১৯৮২ সাল পর্যন্ত প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ ৮ জন নেতা এবং বিশিষ্ট ব্যক্তিকে জাতীয় সংসদ ভবন এলাকায় কবর দেয়া হয়েছে। শেরেবাংলা নগরে আছে লুই কানের নকশাবহির্ভূত আরো ৭টি স্থাপনা। মূল নকশা অনুযায়ী সংসদ ভবন কমপ্লেক্সের পাশাপাশি শেরেবাংলা নগরে নতুন সচিবালয় হওয়ার কথা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here