ঠাকুরগাঁওয়ে জেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান প্রার্থী বিজয়ী

0
0

received_1106516979417355

ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বর্তমান জেলা প্রশাসক ও আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মুহাম্মদ সাদেক কূরাইশী’ই হতে চলেছেন ঠাকুরগাঁও জেলা পরিষদের নির্বাচিত প্রথম প্রসাশক। বৃহস্পতিবার রাতে জেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেয়ার সময় শেষ হওয়ার পর মুহাম্মদ সাদেক কূরাইশীকে বেসরকারিভাবে জয়ী ঘোষণা করা হয়।

এদিকে নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে সাধারণ সদস্য পদে ৪৮ জন, সংরক্ষিত মহিলা আসনে ১২ জন মনোনয়ন জমা দিয়েছেন। এছাড়া কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সদস্য পদে একজন ও সংরক্ষিত মহিলা আসনে একজনকে এদিন বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়।

উল্লেখ্য যে, আগামী ২৮ ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মত দলীয় প্রতীকে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। জেলার ৫৩ টি ইউনিয়ন, ৫ টি উপজেলা ও ৩ টি পৌরসভার ইলেকটোরাল ভোটারদের (চেয়ারম্যান, ইউপি সদস্য, পৌর কাউন্সিলর) নিয়ে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ঠাকুরগাঁওয়ে মোট ভোটার সংখ্যা ৭৩৩ জন।

এস. এম. মনিরুজ্জামান মিলন, ঠাকুরগাঁও প্রতিনিধি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here