ট্যাম্পাকো দুর্ঘটনা : গাজীপুর আদালতে ৬ আসামির আত্মসমর্পন, মালিকের জামিন: ৫ জন কারাগারে

0
0

gazipur-tampaco-mamla-picটঙ্গীতে ট্যাম্পকো ফয়েলস কারখানায় বিষ্ফোরণ ও অগ্নিকান্ডে হতাহতের ঘটনায় টঙ্গী থানায় দায়েরকৃত পৃথক দুটি মামলায় উচ্চ আদালতের নির্দেশে ৬ আসামি বুধবার গাজীপুর আদালতে আত্মসমর্পন করেন। শুনানী শেষে আদালত কারখানার মালিক সৈয়দ মকবুল হোসেনকে অস্থায়ী জামিন প্রদান করেন এবং অপর ৫ আসামির জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করা হয়।
গাজীপুর আদালতের পরিদর্শন মোঃ রবিউল ইসলাম জানান, উচ্চ আদালতের নির্দেশে আসামিরা দুপুরে গাজীপুরের জেলা ও দায়রা জজ একেএম এনামুল হকের আদালতে আত্ম সমর্পণ করেন। শুনানী শেষে আদালত ট্যাম্পাকো ফয়েলস কারখানার মালিক সৈয়দ মকবুল হোসেন কে ৪ জানুয়ারি ২০১৭ পর্যন্ত অস্থায়ী জামিন প্রদান করেন। অপর ৫ আসামির জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন। আসামি পক্ষে মামলার শুনানী করেন মহানগর আওয়ামীলীগের সভাপতি ও গাজীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান।

মোস্তাফিজুর রহমান টিটু, স্টাফ রিপোর্টার, গাজীপুর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here