শোকার্ত ফুটবল বিশ্ব

0
0

brazilfootball-team
নেইমার মানতে পারছেন না। বার্সেলোনা ফরোয়ার্ডের বিশ্বাসই হচ্ছে না মুহূর্তে ঝরে গেছে ৭৬টি প্রাণ। কলম্বিয়ায় বিমান দূর্ঘটনায় ব্রাজিলিয়ান ক্লাব শাপেকোয়েনসের নির্মম ট্র্যাজেডির শিকারে নেইমারের মতো হতবাক গোটা ফুটবল বিশ্বই। শোক জানিয়েছেন বর্তমান খেলোয়াড়ের সঙ্গে সাবেকরাও।

নেইমারের ক্লাব সতীর্থ বার্সেলোনা অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা সমবেদনা জানিয়েছেন ট্র্যাজেডির শিকার হওয়া প্রত্যেক পরিবারের প্রতি, ‘কলম্বিয়ায় বিমান দূর্ঘটনার শিকার হওয়া প্রত্যেকে ও তাদের পরিবারের প্রতি আমার সমর্থন রইল।’ ওয়েলসের রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড গ্যারেথ বেল টুইটারে লিখেছেন, ‘শাপেকোয়েনসেকে বহন করা বিমান বিধস্ত হওয়ার খবরটা এককথায় ভয়ঙ্কর। ওই বিমানে থাকা প্রত্যেক যাত্রী ও ক্রু’র পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’ ইংলিশ স্ট্রাইকার ওয়েইন রুনি আবার লিখেছেন, ‘সকালে উঠেই খারাপ খবর শুনলাম। আমি শোকাহত শাপেকোয়েনসে ও তাদের পরিবার-বন্ধুদের জন্য।’

বর্তমান খেলোয়াড়দের সঙ্গে সাবেকরাও তাদের উদ্বেগ প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। পর্তুগিজ কিংবদন্তি লুইস ফিগো টুইটারে লিখেছেন, ‘শোকার্ত। প্রার্থনা করছি শাপেকোয়েনসে ফুটবল ক্লাবের খেলোয়াড়দের পরিবার ও দলটির সঙ্গে জড়িত থাকার সবার জন্য।’ কলম্বিয়ান স্ট্রাইকার রাদামেল ফালকাওয়ের টুইট, ‘এই কঠিন সময়ে আমার প্রার্থনা ও সমবেদনা রইল দূর্ঘটনার শিকার হওয়া প্রত্যেকের পরিবার ও বন্ধুদের জন্য।’

দ্য সান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here