জঙ্গি ‘আইএস’ তৈরি করেছে সিআইএ, ফাঁস হওয়া উইকিলিকস নথিতে প্রমাণ

0
0

isis-2

জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট(আইএস) তৈরি হয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রত্যক্ষ সাহায্য সহযোগিতায়। নতুন প্রকাশ করা নথিতে এ দাবি করেছে সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকস। তথ্যপ্রকাশের ষষ্ঠ বার্ষিকি উপলক্ষে নতুন আরো ৫ লাখ ৩১ হাজার ৫২৫টি তথ্য প্রকাশ করেছে ওয়েবসাইটি। ২০১০ সালের ২৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের স্পর্শকাতর বেশ কিছু তথ্য ফাঁস করে প্রথম বোমা ফাটিয়েছিল এই ওয়েবসাইট।

এক বিবৃতিতে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ বলেছেন, মার্কিন মদদে যেভাবে আল-কায়েদা প্রতিষ্ঠিতি হয়েছিল, ঠিক একইভাবে সিআইএ’র সহযোগিতায় আইএসএস প্রতিষ্ঠিত হয়েছে। অ্যাসাঞ্জ বলেন, সিআইএ’র সিদ্ধান্ত মতো সোভিয়েত ইউনিয়নকে বাগে আনতে সৌদি অর্থায়নে আফগানিস্তানে প্রতিষ্ঠিত হয় জঙ্গি গোষ্ঠী আল-কায়েদা। আর ৯/১১ সন্ত্রাসী হামলা পরবর্তী সময়ে আফগানিস্তান ও ইরাকে মার্কিন হস্তক্ষেপের পর তৈরি করা হয় আইএসআএস।

বিবৃতিতে অ্যাসাঞ্জ কথা বলেছেন মধ্যপাচ্যের নানা বিষয়ে। ১৯৭৯ সালে ইরানি বিপ্লবের পর মধ্যপ্রাচ্যে ক্ষমতার পট কিভাবে পরিবর্তিত হয়েছে এবং হচ্ছে তুলে ধরেছেন সে কথা। তিনি বলেছেন, ইরানি বিপ্লবের পর মধ্যপ্রাচ্যে যে রক্তের খেলা শুরু হয়েছে সেটা এখনো অব্যাহত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here