করদাতাদের সুবিধার্থে ব্যাংক খোলা রাত ৮টা পর্যন্ত

0
0

bangladesh-bank

মঙ্গলবার এবং বুধবার দেশের সব তফসিলি ব্যাংক রাত ৮টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।করদাতাদের আয়কর প্রদানের সুবিধার্থে এ নির্দেশনা দেওয়া হয়েছে।মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।প্রজ্ঞাপনে বলা হয়, করদাতাদের আয়কর প্রদানের সুবিধার্থে চালান বা পে-অর্ডার সুবিধা চালু রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় নিরাপত্তা সাপেক্ষে ওই দুই তারিখ রাত আটটা পর্যন্ত সব তফসিলি ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।২০১৬-১৭ করবর্ষে ব্যক্তিশ্রেণির করদাতাদের আয়কর প্রদানের শেষ দিন আগামীকাল ৩০ নভেম্বর।ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর বিবরণী জমা নিতে চলতি নভেম্বরে ছুটির দিনগুলোতেও খোলা থাকবে সব কর কার্যালয়।

এসব কার্যালয়ে ৩০ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত করদাতারা তাদের আয়কর বিবরণী (রিটার্ন) জমা দিতে পারবেন।আয়কর বিবরণী জমা দেওয়ার সময়সীমা পার হওয়ার এক সপ্তাহ আগে সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সৈয়দ এ মু’মেন এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, ৩০ নভেম্বর কর দিবস পালিত হবে। ওই দিন রিটার্ন জমা দেওয়ার শেষ দিন। ৩০ নভেম্বরের পর জরিমানা ছাড়া কেউ রিটার্ন জমা দিতে পারবেন না। সে কারণেই করদাতাদের সুবিধার্থে সপ্তাহজুড়ে এ সুযোগ দেওয়া হয়েছে।

অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিন ২৫ ও ২৬ নভেম্বরও অন্য দিনের মতো সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত আয়কর বিবরণী জমা নেবে কর কার্যালয়গুলো।বাংলাদেশে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) নম্বরধারীর সংখ্যা ১৮ লাখের মতো। এর মধ্েয গত বছর আয়কর বিবরণী জমা দেন ১৩ লাখ।এবার নভেম্বরের শুরুতে এনবিআর আয়োজিত মেলায় প্রায় দুই লাখ আয়কর বিবরণী জমা পড়ে।চলতি ২০১৬-১৭ অর্থবছরে মোট ২ লাখ ৪২ হাজার ৭৫২ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য ধরেছে সরকার।এরমধ্যে এনবিআরকে আদায় করতে হবে ২ লাখ ৩ হাজার ১৫২ কোটি টাকা।আয়কর থেকে আদায়ের লক্ষ্য ধরা আছে ৭১ হাজার ৯৪০ কোটি টাকা।গত ১ থেকে ৭ নভেম্বর সারা সপ্তাহব্যাপী আয়কর মেলা থেকে ২ হাজার ১৩০ কোটি টাকার কর আদায় হয়েছে বলে এনবিআর কর্মকর্তারা জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here