ক্ষমতার দাপটে যেসব নেতার মাটিতে পা পড়ে না আওয়ামীলীগে তাদের প্রয়োজন নেই এমন মন্তব্য করে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন দলীয় কর্মীদের খারাপ আচরণ শেখ হাসিনা সরকারের উন্নয়নসমূহকে ম্লান করে দিচ্ছে। সোমবার সন্ধ্যায় নগর ভবন প্রাঙ্গনে ঢাকা সিটি কর্পোরোশেন আয়োজিত সাবেক মেয়র ও আওয়ামীলীগ নেতা মোহাম্মদ হানিফের ১০ম মৃত্যুবার্ষিকীতে এক শ্রদ্ধাঞ্জলীতে প্রধান অতিথির বক্তৃতা দান কালে তিনি একথা বলেন।
শোকাবহ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করায় তরুণ নেতৃত্বের সমালোচনা করে ওবায়দুল কাদের বর্তমান নেতা-কর্মীদের জ্যেষ্ঠ নেতাদের দীর্ঘ সম্বোধনে পুলকিত করার চেয়ে বরং আসন্ন নির্বাচনে জিততে জনগণকে খুশি করার পরামর্শ দেন। এ জন্য তিনি মেয়র মোহাম্মদ হানিফের আদর্শ ধারণের পরামর্শ দেন তিনি। তিনি বলেন, স্মরণসভায় জনসভার ভাষণ দেয়ার দরকার নেই, এবং কোথায় কোন গান পরিবেশন করতে হয় তা বুঝতে হবে।এসময় তিনি দলীয় কমিটিগুলো যেন পকেট কমিটি না হয় সেদিকে খেয়াল রেখে সৎ, যোগ্য, শিক্ষিত ও মেধাবী তরুণদের দিয়ে স্থানীয় কমিটি গঠনের আহবান জানান।একই অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম দলের ভেতর কোন্দলের রাজনীতি বন্ধের আহবান জানান। স্মৃতিচারণ করেন মেয়র মোহাম্মদ হানিফের পুত্র ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র আলহাজ্ব মোহাম্মদ সাঈদ খোকন। বক্তৃতা করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হকসহ আরো অনেকে।