কঙ্গোতে ৪০ লক্ষাধিক শিশু নীরব সহিংসতার শিকার

0
0

%e0%a6%95%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%8b%e0%a6%a4%e0%a7%87-%e0%a7%aa%e0%a7%a6-%e0%a6%b2%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%81

আফ্রিকান দেশ কঙ্গোর ৪০ লক্ষাধিক শিশু গত দুই দশক থেকে নীরব সহিংসতার শিকার হয়ে আসছে। ক্ষুধা, দারিদ্র্য আর অপুষ্টিতে তাদের জীবন কাটে মানবেতর। এসব শিশুর প্রায় প্রত্যেকেই কেউ বাবা, আবার কেউ মা অথবা কেউ প্রিয় স্বজন হারা।বড়দের জাতিগত সংঘাত ও মূল্যবান খনিজ দ্রব্য দখল নিয়ে দ্বন্দ্বসহ নানা সামাজিক জটিলতায় কঙ্গোর শিশুদের জীবনে এমন বিপর্যয় নেমে এসেছে। তাই প্রতিকূল পরিবেশের মধ্যেই চলছে তাদের টিকে থাকার লড়াই।

জতিসংঘের তথ্য মতে, পশ্চিম ও সেন্ট্রাল আফ্রিকার ২ কোটি ৬০ লাখের বেশি শিশু এতিম। এতিম ও অসহায় শিশুর সংখ্যার দিক থেকে কঙ্গোর অবস্থান দ্বিতীয়তে। দেশটিতে পরিবার বিচ্ছিন্ন সুবিধাবঞ্চিত শিশুরা নিজেরই নিজেদের প্রতিপালন করে। সেইসঙ্গে ছোট ভাই-বোনদেরও দেখাশোনা করতে হয় তাদের।অনেক শিশুকে নিয়োজিত করা হয়েছে সশস্ত্র গ্রুপে। আবার অনেককে যৌন কর্মকান্ডে লিপ্ত করা হয়েছে। আর এভাবেই দুই দশক থেকে নীরব সহিংসতার শিকার হচ্ছে কঙ্গোর প্রায় অর্ধকোটি শিশু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here