মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় টাঙ্গাইলের সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা আমানুর রহমান খান রানার জামিন আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছে হাই কোর্ট।বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাই কোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন।আদালতে আমানুরের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ।
পরে সাংবাদিকদের তিনি বলেন, আদালত জামিন মঞ্জুর না করতে চাইলে আসামিপক্ষের আইনজীবীরা জামিন আবেদনটি আউট অব লিস্ট (কার্যতালিকা থেকে বাদ) করার আবেদন জানান। আদালত তা মঞ্জুর করেন।এর আগে ৯ অক্টোবর একই আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছিল বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর অবকাশকালীন বেঞ্চ।গত ২৬ সেপ্টেম্বর টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবুল মনসুর মিয়া এই সংসদ সদস্েযর জামিন নাকচ করলে তিনি হাই কোর্টে আসেন।
আওয়ামী লীগের টাঙ্গাইল জেলা কমিটির সদস্য ফারুক আহমেদকে ২০১৩ সালের ১৮ জানুয়ারি গুলি চালিয়ে হত্যা করা হয়। হত্যার তিন দিন পর তার স্ত্রী নাহার আহমেদ টাঙ্গাইল মডেল থানায় অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে মামলা করেন।তদন্ত শেষে এ বছর ৩ ফেব্র“য়ারি টাঙ্গাইল-৩ আসনের সাংসদ আমানুর ও তার তিন ভাইসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
আমানুর ১৮ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠান বিচারক। বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে রয়েছেন।