বাংলাটিমের প্রধান মুফতি জসিমসহ ১০ জনের বিচার শুরু

0
196

ansarullah1

আনসারাল্লাহ বাংলাটিমের (এবিটি) প্রধান মুফতি জসিম উদ্দিন রহমানীসহ ১০ জনের বিরুদ্ধে চার্জ গঠনের মধ্য দিয়ে আদালতে রোববার অনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে।রোববার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল হোসেন মোল্লা অভিযুক্তদের বিরুদ্ধে এ চার্জ গঠন করেন।এ মামলায় সাক্ষ্য গ্রহনের জন্য আগামী ৪ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বলেন, রাজধানীর মোহাম্মদপুর থানার সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় মুফতি জসিম উদ্দিন রহমানীসহ ১০ জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে।মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৩ সালের ২৪ আগস্ট মোহাম্মদপুর থানা এলাকায় নাশকতার অভিযোগে ডিবি পুলিশের পরিদর্শক নিবারণ চন্দ্র বর্মন বাদী হয়ে এ মামলা করেন।২০১৪ সালের ৮ সেপ্টেম্বর ডিবি পুলিশের পরিদর্শক আব্দুল লতিফ আনসারুল্লাহ বাংলাটিমের প্রধান মুফতি জসিম উদ্দিন রহমানীসহ ১০ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।মামলার অন্য আসামিরা হলো, সাইদুল ইসলাম, আবু হানিফ, জাহিদুর রহমান, কাজী রেজোয়ান, নাইমুল হাসান, জম্মুন, পিয়াস, আমিনুল ইসলাম ও আলী আজাদ।

দশ আসামির মধ্েয কারাগারে থাকা জসীমউদ্দিন রাহমানী, সাইফুল ইসলাম ওরফে প্রিন্স ওরফে বাবু ওরফে নাঈম, মো. আবু হানিফ এদিন আদালতে হাজির করা হয়। জামিনে থাকা আলী আজাদও আদালতে উপস্থিত হন।বাকি ছয় আসামি মো. জাহিদুর রহমান, কাজী রেজোয়ান, কাজী নাইমুল হাসান, জুন্নুন, আমিনুল ইসলাম ও আব্দুল্লাহ আল আসাদুল্লাহ ওরফে পিয়াস পলাতক।এ আদালতে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি তাপস পাল জানান, আদালতে হাজির চার আসামি নিজেদের নির্দোষ দাবি করে সুবিচার চান।শুনানি শেষে বিচারক তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। উগ্রপন্থি খুতবা ও বয়ান প্রচারের মাধ্যমে জঙ্গি তৎপরতায় প্ররোচিত করার অভিযোগে ২০১৩ সালের ২৫ অগাস্ট মোহাম্মদপুর থানায় এই মামলা করেন গোয়েন্দা পুলিশের পরিদর্শক নিবারণ চন্দ্র বর্মণ।

পরের বছর ৮ সেপ্টেম্বর পরিদর্শক আব্দুল লতিফ শেখ আদালতে দশ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেন। সেখানে বলা হয়, আসামিরা দেশের সার্বভৌমত্ব বিপণœ করার ষড়যন্ত্র এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণœ করার ষড়যন্ত্রে লিপ্ত।কিন্তু সন্ত্রাসবিরোধী আইনে মামলার বিচার করতে গেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নেওয়ার বাধ্যবাধকতা থাকায় মামলার কার্যক্রম আটকে যায়। সেই অনুমোদন মেলার পর গত ৮ নভেম্বর আদালত অভিযোগপত্র আমলে নিয়ে মামলার কার্যক্রম আবার শুরু করে।

এ মামলার প্রধান আসামি জসীমউদ্দিন রাহমানী এর আগে ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় পাঁচ বছরের সাজার রায় পেয়েছেন। সন্ত্রাসবিরোধী আইনের এ মামলার অভিযোগপত্রে তার সন্দেহজনক আর্থিক লেনদেনের কথা এসেছে। সেখানে বলা হয়েছে ২০১০ থেকে ২০১২ সালের মধ্যে রাহমানী আল আরাফা ইসলামী ব্যাংকের ধানমন্ডি, দিলকুশা, মতিঝিল, মিরপুর, নর্থসাউথ রোড, বরিশাল ও কুমিল্লার বিভিন্ন শাখায় দুই কোটি ৪৮ লাখ ৪৪ হাজার টাকা জমা ও উত্তোলন করেছেন।এর মধ্যে বরিশালের অ্যাকাউন্টে তার পরিচয় দেওয়া হয়েছে ‘চাকরিজীবী’, অন্যান্য শাখায় ইমাম। ওই অর্থ জঙ্গি তৎপরতায় ব্যবহৃত হয়েছে বলে তদন্ত কর্মকর্তার ধারণা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here