ঢাকা মেডিকেলের সামনের সড়ক হবে শহীদ মিলন সড়ক

0
161

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম

ঢাকা মেডিকেল কলেজের সামনের সড়কের নাম শহীদ ডা. মিলনের নামে নামকরণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঢাকা মেডিকেল কলেজের সামনের সড়কের নাম মিলনের নামে নামকরণ করা হবে। আগামী কয়েক দিনের মধ্য এই নামকরণের উদ্বোধন করা হবে।রোববার শহীদ ডা. মিলনের ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) এই আলোচনা সভার আয়োজন করে।বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের তৎকালীন যুগ্ম মহাসচিব ও ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক শামসুল আলম খান মিলন ১৯৯০ সালের ২৭ নভেম্বর ঘাতকদের হাতে শহীদ হন।

শহীদ মিলনের স্মৃতিচারণা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মিলনের মৃত্যুর মধ্য দিয়ে গণতান্ত্রিক আন্দোলন চূড়ান্ত রূপ নিয়েছিল। যে লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে নিয়ে মিলনের আত্মাহুতি, তা বাস্তবায়ন করতে হলে সব বিভেদ ভুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে।নীতিমালার বাইরে থাকা সব মেডিকেল কলেজ স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, নীতিমালার সঙ্গে মিল না থাকায় ইতিমধ্যে কয়েকটি মেডিকেল কলেজ বন্ধ করা হয়েছে। আরও তদন্ত করা হচ্ছে। যেগুলোর নীতিমালার সঙ্গে মিল না পাওয়া যাবে, সেগুলো বন্ধ করে দেওয়া হবে। কোনো ছাড় দেওয়া হবে না।নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপির প্রস্তাব প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতিম-লীর এই সদস্য বলেন, নির্বাচন কমিশন গঠনের ক্ষমতা রাষ্ট্রপতির। এর আগে যেভাবে নির্বাচন কমিশন গঠিত হয়েছে, এবারও সেভাবেই কমিশন গঠন হবে। যারা মাগুরা মার্কা নির্বাচন করে নির্বাচনকে কলুষিত করেছে, তারা কীভাবে কমিশন গঠন নিয়ে কথা বলেন?

আলোচনা সভায় শহীদ মিলনের মা সেলিনা আকতার বলেন, ২৬ বছর পার হয়ে গেলেও মিলনের খুনি স্বৈরাচার এরশাদের বিচার হয়নি। বরং সরকারে অংশ নিয়ে বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করছে। তিনি অবিলম্বে মিলন হত্যার বিচার দাবি করেন।বিএমএ সভাপতি মাহমুদ হাসানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক আ ফ ম রুহুল হক, বিএমএ মহাসচিব ইকবাল আর্সলান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল হাসান খান, স্বাচিপের মহাসচিব এম এ আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক উত্তম বড়ুয়া প্রমুখ। এদিকে, শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করেছে।রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ চত্বরে শহীদ মিলনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।সকাল ৭ টায় আওয়ামী লীগের পক্ষ থেকে শহীদ মিলনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান, সংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক ও এনামুল হক শামীম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছার প্রমুখ উপস্থিত ছিলেন।পরে ডা. মিলনের মা সেলিনা আখতার পরিবারের সদস্যদের নিয়ে সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় মিলনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।এছাড়াও বিএনপি, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গণফোরাম, সাম্যবাদী দল, বাংলাদেশ ছাত্রলীগ, আওয়ামী যুবলীগ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বঙ্গবন্ধু শিল্পী গোষ্ঠী, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, ছাত্রঐক্য ফোরাম, মিলনের সহপাঠী, ঢাকা মেডিকেল কলেজ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও বঙ্গবন্ধু স্মৃতি সংরক্ষণ পরিষদসহ বিভিন্ন সংগঠন মিলনের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।এছাড়া সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে ডা. শামসুল আলম খান মিলনের স্মৃতিস্তম্ভে বিভিন্ন সংগঠনের নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here