ড. মাহফুজুর রহমানের মূল ভাবনায় জুয়েল মাহমুদের পরিচালনায় সত্য ঘটনা নিয়ে ধারাবাহিক “ক্রাইম পেট্রোল” প্রচারিত হচ্ছে প্রতি শনিবার রাত ৮.৪৫ মিনিটে এটিএন বাংলায় । গাইবান্ধা জেলার সাঘাটায় দশম শ্রেনীর ছাত্রী মিমের জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনা অবলম্বনে এবারের গল্প “মিম হত্যা” এই গল্পের প্রথম পর্ব প্রচারিত হবে আজ (২৬/১১/১৬ শনিবার) । দ্বিতীয় পর্ব প্রচারিত হবে আগামী শনিবার । এই গল্পের প্রধান চিরিত্রে দেখা যাবে এই সময়ের তরুণ প্রতিভাবান অভিনেতা ফরহাদ কে । এ প্রসঙ্গে ফরহাদ বলেন, ” প্রথম বারের মত এ ধরনের গল্পে কাজ করেছি । জুয়েল ভাইয়া অনেক প্রতিভাধর মানুষ, অনেক যত্ন নিয়ে কাজটা করেছেন । আশা রাখছি সকলের ভাল লাগবে । “
বর্তমানে অভিনয় নিয়ে ব্যস্ততা সম্পর্কে জানতে চাইলে ফরহাদ বলেন, ” চ্যানেল আইতে প্রচারিত হচ্ছে মেগা ধারাবাহিক ‘বাসন্তিপুর’ , খুব শীঘ্রই ‘সঙগ্রাম’ নামের আরেকটি ধারাবাহিকের প্রচার শুরু হবে অন্য আরেকটি চ্যানেলে । সম্প্রতি শুটিং শেষ হয়েছে ‘হাই হিল’ ‘প্রেম তন্ত্র’ ‘ভালোবাসার এপিট ওপীঠ’ নামের কয়েকটি একক নাটকের । সামনে আরো বেশ কিছু কাজ শুরু হবে।
ক্রাইম পেট্রোল এর এবারের গল্পের চিত্র ধারণ করা হয়েছে টাংগাইলের বিভিন্ন লোকেশনে । এর সার্বিক তত্ত্বাবধানে আছেন আশরা উল ইসলাম পিপি এম । তথ্য সংগ্রহ ও নাট্যরূপ দিয়েছেন এম এবি সুজন । কাস্টিং ডিরেক্টর হিসাবে আছেন সালাম খান তরুন । এবারের গল্পে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, আশরাফ উল ইসলাম পিপি এম, নাজমুল হাসান, তহুরুজ্জামান বাবু, পাপিয়া সুলতানা, নান্নু মাহমুদ, সালাম খান তরুন, আজাশ, সাদ্দাম, মৌমিতা, তমা, স্বপন, তুহিন, অনিক, মিলন, ইন্দ্রানী ঘটক, ফরহাদ প্রমূখ ।
উল্লেখ্য, ক্রাইম পেট্রোল পুনঃপ্রচারিত হয় পরের দিন রবিবার সকাল ৮.৩০ মিনিটে ।