সাঁতালদের অনুপস্থিতিতেই ধান কাটা শুরু

0
274

saotal-jpg

গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলের বিরোধপূর্ণ জমি উচ্ছেদ হওয়া সাঁওতালদের রোপণ করা ধান তাদের বুঝিয়ে দিতে উচ্চ আদালতের নির্দেশের পর ধান কাটা শুরু করেছে চিনিকল কর্তৃপক্ষ।বৃহস্পতিবার বেলা ১২টার দিকে মেশিন দিয়ে ধান কাটার কাজ শুরু হলেও সেখানে সাঁওতালদের পক্ষ থেকে কেউ উপস্থিত নেই বলে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আওয়াল জানিয়েছেন।তিনি বলেন, এখন ধান কাটার সময় সাঁওতালদের পক্ষ থেকে কেউ উপস্থিত নেই। তবে তাঁদের সম্মতি নেওয়া হয়েছে।কর্তৃপক্ষ তাদের সম্মতির কথা দাবি করলেও সাঁওতালরা তা অস্বীকার করে বলছে, তারা নিজেরাই ধান কাটতে চেয়েছিলেন।এর আগে সাঁওতালদের কাছে ধান কাটার প্রস্তাব দেওয়া হলেও তারা ওই জমির কাঁটাতার বেড়া সরানো ও তাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের শর্ত দিলেও স্থানীয় প্রশাসন তাতে রাজি হয়নি।

চিনিকলের এমডি আওয়াল বলেন, সারা দিন ধরে মেশিন দিয়ে ধান কাটার পর মাড়াই করে বস্তায় ভরে সাঁওতালদের দেওয়া হবে।তবে কোন প্রক্রিয়া কার কাছে সাঁওতালদের ধান তুলে দেওয়া হবে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ বলেন, ধান যদি কোন সমিতির মাধ্যমে চাষ করা হয় থাকে সে ক্ষেত্রে সমিতিকে বুঝে দেওয়া হবে। সমিতি না চাইলে যারা ধান চাষ করেছে তালিকা অনুযায়ী পৃথক পৃথক ভাবে তাদের ধান বুঝিয়ে দেওয়া দেওয়া হবে।সেটিও সম্ভব না হলে স্থানীয় ওয়ার্ড পর্যায়ে যারা জনপ্রতিনিধি আছেন তাদের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চালানো হবে।

এ পর্যায়েও যদি বিষয়টি নিস্পত্তি না হয়, তবে ধান শুকিয়ে খাদ্য বিভাগের মাধ্যমে তা সংরক্ষণ করে বিষয়টি আদালতকে জানানো হবে। এ বিষয়ে আদালত পরবর্তীতে যে নির্দেশনা দেবেন বা বাস্তবায়ন করা হবে।গত ৬ নভেম্বর চিনিকলের অধিগ্রহণ করা ওই জমি থেকে সাঁওতালদের কয়েকশ ঘর উচ্ছেদ করা হয়। পাশাপাশি মাঠের মাস কালাই, সরিষা ও পাট লুট করা হয়। ধান তখন লুট না হলেও উচ্ছেদের পর চিনিকল কর্তৃপক্ষ পুরো জমি কাঁটাতার দিয়ে ঘিরে দেয়।উচ্ছেদ হওয়া সাঁওতালদের ভাষ্য, তারা ১০০ একর জমিতে ধান এবং প্রায় ৮০০ একর জমিতে মাস কালাই, সরিষা ও পাট চাষ করেছিলেন।

এক রিট আবেদন শুনে গত ১১ নভেম্বর বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাই কোর্ট বেঞ্চ ওই জমিতে সাঁওতালদের চাষের ধান তাদের কাটতে দিতে অথবা চিনিকল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন ধান কেটে সাঁওতালদের বুঝিয়ে দিতে নির্দেশ দেয়।এই নির্দেশনার পর সোমবার রংপুর চিনিকলের এমডি আব্দুল আউয়াল ও ওসি সুব্রত কুমার সরকার মাদারপুর গ্রামে গিয়ে সাঁওতালদের নেতাদের সঙ্গে দেখা করে তাদের রোপণ করা ধান কেটে দেওয়ার জন্য চাষিদের তালিকা চান।তবে সাঁওতাল নেতারা জমির ধান তারা নিজেরাই কাটার সিদ্ধান্ত নিয়েছে বলে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হান্নান জানিয়েছিলেন।

এনিয়ে একাধিকবার উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলাপ-আলোচনা হলেও সমঝোতা হয়নি। এখন শুনতেছি মিল কর্তৃপক্ষ ধান কাটছে।সাঁওতাল ও বাঙালিদের ১৮টি গ্রামের এক হাজার ৮৪০ দশমিক ৩০ একর জমি ১৯৬২ সালে অধিগ্রহণ করে রংপুর চিনিকল কর্তৃপক্ষ আখ চাষের জন্য সাহেবগঞ্জ ইক্ষু খামার গড়ে তুলেছিল। সেই জমি ইজারা দিয়ে ধান ও তামাক চাষ করে অধিগ্রহণের চুক্তিভঙ্গের অভিযোগ তুলে তার দখল ফিরে পেতে আন্দোলনে নামে সাঁওতালরা।চিনিকল কর্তৃপক্ষ জমি উদ্ধার করতে গেলে দুপক্ষের সংঘর্ষ হয়। সংঘর্ষের এক পর্যায়ে পুলিশ গুলি চালায়। ওই ঘটনায় নিহত হন তিন সাঁওতাল, আহত হন অনেকে।

উচ্ছেদের পর ওই জমিতে পুনর্বাসনের দাবি জানিয়ে আসছে সাঁওতালরা, যাদের পূর্বপুরুষদের জমি নিয়ে ওই খামার গড়ে তোলা হয়েছিল।সরকার বলছে, ওই জমি সাঁওতালদের ছিল না। ‘ভূমিদস্যুরা’ সাঁওতালদেরকে ‘ব্যবহার করেছে’। তাদের উদ্দেশ্য ছিল সাঁওতালদের দিয়ে ‘দখল করিয়ে পরে নিজেদের দখলে নেওয়া’।অন্যদিকে সাঁওতাল পল্লীর বাসিন্দারা বলছেন, তারা ‘বাপ-দাদার জমিতে’ থাকার অধিকার চান। উচ্ছেদ হওয়া দেড় শতাধিক পরিবার গত দশ দিন ধরে মাদারপুর চার্চের খোলা প্রাঙ্গণ ও চার্চের পরিত্যক্ত স্কুলভবনে বসবাস করছে।ক্ষুদ্র নৃগোষ্ঠীর উপর গুলিবর্ষণের ওই ঘটনায় সমালোচনা চলছে দেশজুড়ে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here