বাংলাদেশ কমার্স ব্যাংক থেকে প্রায় শত কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগে হওয়া দুই মামলায় নীলফামারী-৪ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য (এমপি) শওকত চৌধুরী জামিন কেন বাতিল করা হবে না,-তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছে হাইকোর্ট। ওই মামলায় বাংলাদেশ কমার্স ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. আসাদুজ্জামান ও বংশাল শাখার তৎকালীন ব্যবস্থাপক হাবিবুল গণির জামিন প্রশ্নে রুল শুনানিকালে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার রুল দেন। ১০ দিনের মধ্যে ওই সাংসদকে রুলের জবাব দিতে বলা হয়েছে। এ রুল শুনানির জন্য আগামী ৭ ডিসেম্বর তারিখ ধার্য করেছেন আদালত।এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ৭ ডিসেম্বর দিন ধার্য্য করা হয়েছে বলে জানায় ব্যাংকটির আইনজীবী ব্যারিষ্টার সারোয়ার হোসেন। তিনি জানান, একই মামলায় ব্যাংকটির এমডি ড. মো. আসাদুজ্জামান ও বংশাল শাখা ব্যবস্থাপক হাবিবুল গনির জামিন প্রশ্নে জারি করা রুল শুনানিকালে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে এই রুল জারি করে।আদালতে আসাদুজ্জামানের পক্ষে ব্যারিস্টার জিয়াউর রহমান খান ও হাবিবুল গনির পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদার শুনানি করেন। এছাড়া দুদকের পক্ষে খুরশীদ আলম খান ও বাংলাদেশ কমার্স ব্যাংকের পক্ষে ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন শুনানি করেন।
ব্যাংকের আইনজীবী ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, জামিন শুনানিকালে আসামিপক্ষের আইনজীবীরা জানান জালিয়াতির মূল হোতা এমপি শওকত নিম্ন আদালত থেকে জামিনে আছেন। তখন আদালত এমপি শওকতের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে এ রুল জারি করে।তিনি আরও বলেন, বাংলাদেশ কমার্স ব্যাংকের মোট আমানতকৃত অর্থের পরিমাণ ২০০ কোটি টাকা। সেখানে প্রায় কোটি টাকা একজনই ঋণ জালিয়াতি করেছেন। যা মোট আমানতের অর্ধেকেরও বেশি। মামলার বিবরণীতে জানা যায়, বাংলাদেশ কমার্স ব্যাংকের বংশাল শাখা থেকে চলতি বছর ৮ মে ৮২ লাখ ৮৯ হাজার ৮১৫ এবং ১০ মে ৯৩ কোটি ৩৬ লাখ ২০ হাজার ২১৩ টাকা ঋণ জালিয়াতির অভিযোগে এমপি শওকতসহ ৯ জনের নামে দুটি মামলা করে দুদক। ২০১২ এর ডিসেম্বর থেকে ২০১৫ সালের মার্চ পর্যন্ত মোট ৩৭টি এলসি খুলে মেসার্স যমুনা এগ্রো কেমিক্যাল, মেসার্স এগ্রো কেমিকেল লিমিটেড ও উদয়ন এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নামে অন্য আসামিদের সঙ্গে যোগসাজষে তিনি এ ঋণ জালিয়াতি করেন। মামলাটি বর্তমানে দুদক তদন্ত করছে।