ডাচ এ্যাম্বেসেডর এর ব্যাগ চুরির ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে ডিএমপি’র গোয়েন্দা (দক্ষিণ) বিভাগ। গ্রেতারকৃতরা হল-রুবেল (২০) ও শাওন (২০)। আজ সকাল ০৯.০০ টায় রুবেলকে রাজধানীর শনির আখড়া থেকে গ্রেফতার করে গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের একটি দল। তাকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বসুন্ধরা শপিংমল এর লেভেল-৫, দোকান নং-৪৫, ব্লক বি, আইটাচ দোকান হতে গ্রেফতার করা হয় শাওনকে। শাওন এর হেফাজত থেকেই পুলিশ ডাচ এ্যাম্বেসেডর এর চুরি যাওয়া ব্যাগসহ তার ব্যবহৃত অন্যান্য মূল্যবান সামগ্রী উদ্ধার করে।
উল্লেখ্য, গত ২১ নভেম্বর ২০১৬ তারিখ ডাচ এ্যাম্বেসেডর লিওনি মার্গারেথা কুয়েলিনারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউটে প্রধান অতিথি হিসেবে একটি অনুষ্ঠানে যোগদান করেন। অনুষ্ঠানের এক পর্যায়ে তার ব্যবহৃত ব্যাগটি চেয়ারে রেখে তিনি মোমবাতি প্রজ্জলন করতে যান সেই সুযোগে চোরেরা ব্যাগটি নিয়ে পালিয়ে যায়।