আমি পরবাসী এই পৃথবিীতে
আমি এই পৃথবিীর একজন (সন্দহে হয়)!
আমার কোনো মাটি নইে
আমার কোনো বসত নইে
আমার কোনো দশে নইে।
পৃথবিীতে যে যখোনে জন্মগ্রহণ করে
যা তার জন্মভূমি, আমার স্রষ্টা
আমার একটি মায়রে কোল দয়িছেলিো,
দয়িছেলিো একটি নরিাপদ আশ্রয়
কন্তিু বয়স বাড়ার সাথে সাথে বুঝতে
পেরেছি মানুুষরে জন্য এই পৃথবিী!
আমি মুসলমি, আমি রোহঙ্গিা
আমার জন্য এই মাটি (মায়ানমার) না।
এই মাটি আমার না।
ক্রীতদাশেরও একটি আশ্রয় থাকে মনিবের আশ্রয়,
আমার তাও নইে!
খোলা আকাশও আমাকে আশ্রয় দয়ে না
“ জন্ম আমার আজন্ম পাপ ”
আমি পরবাসী, এই পৃথবিীর কউে না!
রোহঙ্গিাধকিার নইে মানবাধকিার আছে
আমি তোমাদরে মত না
তোমাদরে জন্য উষ্ণ সংর্বধনা পৃথবিীর
আর আমার জন্য ভূমহিীন পতিা
যাকে আশ্রয় দয়ে না পশেবিহুল ভাল্লুকরো
কোথায়ও স্থান নইে আমার!
আমি রোহঙ্গিা, আমার র্পূব পুরুষ মুসলমি রোহঙ্গিা!
আমার গায়রে চামড়া কালো
ধবলদরে জন্য এই পৃথবিী,
ঈশ্বররে সৃষ্টি জগত শুধু ধবলদরে!
আমার বসত এখানে না।
আমি মানুষ না মুসলমি রোহঙ্গিা।
আমার জন্য মানবাধকিার নইে।
রোহঙ্গিার জন্য কি মানবাধকিার থাকে?
পৃথবিীর কোনো সংবধিানে কি রোহঙ্গিাধকিার লেখা আসে?
নইে , কারণ তা মানুষরে জন্য।
নর্যিাততিদরে কোনো সংবধিান থাকে না;
নর্যিাতনই তাদরে একমাত্র সংবধিান।
যোগাযোগ
মুস্তাক মুহাম্মদ
কারকাজ,কশেবলাল রোড, যশোর ৭৪০০