ন্যায্য মূল্য পাচ্ছে না চা চষিরা

0
0

tree-picচা-চাষ লাভজনক হওয়ায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী ও সদর উপজেলায় চা-চাষ হয়েছে বিস্তৃন এলাকা জুড়ে। তবে সরকারি বা বে-সরকারি ভাবে চা-প্রক্রিয়াজাত করণ কারখানা গড়ে না ওঠায় উৎপাদিত চা পাতা নিয়ে বিপাকে পড়েছে কৃষক। ব্যক্তি উদ্যোগে পঞ্চগড়ে গড়ে উঠা একটি চা উৎপাদন কারখানায় চা পাতা বিক্রি করতে গিয়ে উচিৎ মূল্য পাচ্ছে না ঠাকুরগাঁওয়ের কৃষক।

কৃষি বিভাগ জানিয়েছে এ জেলায় এ পর্যন্ত দেড়’শ হেক্টর জমিতে চা চাষ হয়েছে। সরকারী ভাবে উদ্যোগ নেয়া হলে বিশেষ করে সীমান্ত উপজেলা রাণীশংকৈল, হরিপুর ও পীরগঞ্জে চায়ের চাষ ছড়িয়ে যাবে। এতে এলাকার শ্রমজীবিদের সাড়া বছর কর্মসংস্থানের সৃষ্টি হবে। পুজিঁর বিকাশে অবহেলিত এলাকাগুলোর সামাজিক ও আর্থিক ভাবে সমৃদ্ধ হবে। সরকারীভাবে উদ্যোগ নেওয়া হলে চা চাষের মাধ্যমে ঠাকুরগাঁও হয়ে উঠতে পারে অর্থনীতির সম্ভাবনাময় অঞ্চল বলে মনে করছেন স্থানীয়রা।

জুনাইদ,ঠাবুরগাঁও প্রতিনিধি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here