জেলা পরিষদ নির্বাচন:ফেনীতে আ’লীগের মনোনয়ন পেতে তুমুল প্রতিযোগিতা

0
0

%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%a6

আসন্ন ফেনী জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে আওয়ামীলীগের সমর্থন পেতে প্রতিযোগিতা শুরু হয়েছে। নির্বাচন পদ্ধতির কারণে সরকারি দলের সমর্থন পেলে বিজয় সুনিশ্চিত হওয়ায় আগ্রহীর তালিকাও দীর্ঘ। এ জেলায় ১৫ জন সদস্য ও সংরক্ষিত নারী সদস্যের ৫ পদে আবেদন করেছেন ৯১ জন। এদের মধ্যে যারা বিগত ইউপি ও পৌরসভা নির্বাচনে বিভিন্ন পর্যায়ে দলের মনোনয়ন না পাওয়া অনেক নেতা সমর্থন আদায়ে মরিয়া হয়ে উঠেছেন।

সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র জানায়, ফেনী জেলা পরিষদের ১৫ জন সদস্য পদে নির্বাচনের জন্য ফেনী পৌরসভা ও ৬ উপজেলাকে ১৫টি ওয়ার্ড করা হয়েছে। এর মধ্যে ১নং ওয়ার্ড পরশুরামে আওয়ামীলীগের সমর্থন চেয়েছেন মাত্র একজনই। তিনি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সফিকুল হোসেন মহিম। এ উপজেলায় কোন হাকডাক না থাকলেও অন্য উপজেলাগুলোতে প্রতিযোগিতা বেশি। কোনটিতে ১জন সদস্যের বিপরীতে প্রার্থী হতে আবেদন জমা দিয়েছেন ১০ থেকে ১১জনও। ২ ও ৩নং ওয়ার্ড ফুলগাজীতে প্রার্থীতা চেয়েছেন যথাক্রমে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. সেলিম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক মো. মোরশেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম, সাইফুদ্দিন মজুমদার শামীম, সরোয়ার হোসেন মন্টু, আমির হোসেন, ৩নং ওয়ার্ডে আমজাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মজুমদার, মমিন উদ্দিন ভূঞা, উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি নুরুল আলম, আমজাদ হাট ইউপির সাবেক চেয়ারম্যান মো. আবুল হাশেম। ৪ ও ৫নং ওয়ার্ডে যথাক্রমে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুক, পৌর আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক নুরুল হক, ৫নং ওয়ার্ডে রাধানগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা ফরায়েজী, আক্তার হোসেন ও ঘোপাল ইউনিয়ন যুবলীগ নেতা জুলফিকুর ছিদ্দিকী প্রার্থীতা চেয়ে আবেদন জমা দিয়েছেন।

ফেনী পৌরসভা ও সদর উপজেলা নিয়ে গঠিত ৬, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে যথাক্রমে প্রার্থীতা চেয়ে আবেদন করেছেন ৬নং ওয়ার্ডে মোটবী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মজিবুল হক সেলিম, সদর উপজেলা যুবলীগ সভাপতি নুরুল আবসার আপন, ছনুয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জমির উদ্দিন ভূঞা, মো: হারুন ভূঞা, ফরহাদ ইউনিয়ন যুবলীগের সাবেক সস্পাদক মোহাম্মদ উল্যাহ, শাহআলম, ৭নং ওয়ার্ডে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম, তথ্য ও বিজ্ঞান সম্পাদক মাহবুবুল হক লিটন, সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এডভোকেট সৈয়দ আবুল হোসেন, শর্শদী ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আজিমুর রহমান, ধর্মপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু বকর ছিদ্দিক সানি, শর্শদী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইলিয়াছ চৌধুরী, ধর্মপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোতাহার হোসেন সোহাগ, নুরুল আলম নয়ন, ৮নং ওয়ার্ডে জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক জামাল উদ্দিন আহাম্মেদ, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মোসলেহ উদ্দিন হাজারী বাদল, যুবলীগ নেতা রামিম হোসেন মজুমদার, রাশেদুল হক হাজারী, নুরুল আলম, কামরুজ্জামান আরিফ, লোকমান হোসেন, মীর হোসেন দুলাল, মঞ্জুরুল আলম কচি, তারেক আলামিন এবং ৯নং ওয়ার্ডে সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নুরুল আমিন বাটলার, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো: হানিফ কিরন, সদর উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক করিম উল্যাহ আজাদ, শেখ ফরিদ স্বপন, শহীদুল হক আরিফ, আবুল কালাম আজাদ।

দাগনভূঞা উপজেলার ৮ ইউনিয়ন নিয়ে গঠিত ১০, ১১ ও ১২নং ওয়ার্ডে প্রার্থীতা চেয়েছেন যথাক্রমে ১০নং ওয়ার্ডে হাজী আবুল কাশেম, রাজাপুর ইউপির সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন ভূঞা, মো: শাহজাহান, ফকির আহম্মদ (ফয়েজ মাষ্টার), খোরশেদ আলম, মাহবুবুল ইসলাম, নুর মো: গোলাম মাওলা, আবদুর রহমান, হাজী শাহআলম, গিয়াস উদ্দিন, নুরুল আবসার, ১১নং ওয়ার্ডে ছালেহ আহম্মদ হায়দার, আবদুল আউয়াল জসিম, ১২নং ওয়ার্ডে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম বেলাল, নুরুল আমিন, মো: ফারুক। সোনাগাজী উপজেলার ১৩, ১৪ ও ১৫নং ওয়ার্ডে আবেদনের তালিকায় জামাল উদ্দিন (ছোট), আনোয়ার খায়ের, নাসির উদ্দিন বাহার, জসিম উদ্দিন, ১৪নং ওয়াডে মো: ইসমাইল, মুহাম্মদ শাহজাহান, মফিজুর রহমান ভূঞা, নুরুল ইসলাম আজাদ, গোলাম সরোয়ার, রুপন চন্দ্র শর্মা, আবুল হোসেন শিপন, মো: ফারু হোসেন, ১৫নং ওয়ার্ডে নুরুল আবছার মানিক, মো: দ্বীন মোহাম্মদ, আবদুল মান্নান, ইকবাল বাহার ফয়সাল, নাসির উদ্দিন আরিফের নাম রয়েছে।সংরক্ষিত নারী সদস্যের ৫টিতে সংরক্ষিত ১নং ওয়ার্ডে গোলনাহার বেগম ও নিলুফা করিম, সংরক্ষিত ২নং ওয়ার্ডে শাহিনা আক্তার গিয়াস ও নাজমা আক্তার, সংরক্ষিত ৩নং ওয়ার্ডে লায়লা জেসমিন, আঞ্জুমান আরা, ডা. হোসনে আরা শাকিলা, সংরক্ষিত ৪নং ওয়ার্ডে রোকসানা আক্তার ও রাবেয়া আক্তার প্রার্থীতা চেয়েছেন। সংরক্ষিত ৫নং ওয়ার্ডে খোদেজা খানম শাহীন আবেদনের তালিকায় একমাত্র প্রার্থী।

দলের একটি সূত্র জানায়, সোমবার রাত ৮টা পর্যন্ত মনোনয়ন ফরম জমা নিয়েছেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শহীদ খোন্দকার। তাকে সহযোগিতা করেছেন প্রচার সম্পাদক হাজী জামাল উদ্দিন ও সদর উপজেলা সাধারণ সম্পাদক এডভোকেট নুর হোসেন, পৌর যুগ্ম-সম্পাদক মঞ্জুর ওহাব পিন্টু।জেলা আওয়ামীলীগের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, দলের সমর্থন পেতে আগ্রহী প্রার্থীরা আবেদন ফরমের সাথে বায়োডাটা ও রাজনৈতিক বৃত্তান্ত জমা দিয়েছেন। আগ্রহীদের জনপ্রিয়তা, যোগ্যতা ও দলের কর্মকান্ডে সক্রিয়তা বিবেচনা করা হচ্ছে।এ প্রসঙ্গে জানতে চাইলে জেলা আওয়ামীলীগ সভাপতি আবদুর রহমান বিকম বলেন, দু’একদিনের মধ্যে আবেদন তালিকা যাচাই-বাছাই করে দলীয় সমর্থন দেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here