জাপানে শক্তিশালী ভূমিকম্পে সুনামির আঘাত

0
0

japanquakeজাপানের উত্তর-পূর্ব উপকূলীয় এলাকায় রিখটার স্কেলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। এর পরেই উপকূলীয় এলাকায় সুনামি আঘাত হেনেছে। জাপান মেট্রোলজিক্যাল এজেন্সি জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৬টার দিকে ফুকুশিমার কাছে এ ভূকম্পন অনুভূত হয়।

ওই এলাকায় তিন মিটার বা ১০ ফুটের কাছাকাছি জলোচ্ছ্বাস আঘাত হানার আশঙ্কা করছে জাপান মেট্রোলজিক্যাল এজেন্সি। তবে তারা বলছে স্থানীয় সময় সাতটার পরে ফুকুশিমার সোমা বন্দরে ৯০ সেন্টিমিটার উচ্চতার এবং সকাল আটটার কিছু পরে মিয়াগির সেন্দাইতে ১ দশমিক ৪ মিটার উচ্চতার সুনামি আঘাত হানে।

উপকূলের ২২ কিলোমিটার পর্যন্ত সুনামির ঢেউ আঘাত হেনেছে। ফুকুশিমার ওনাহামা বন্দরেও ২ফুট উচ্চতার ঢেউয়ের সৃষ্টি হয়েছে। ওই এলাকার মানুষজনকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূমি থেকে ১১ দশমিক ৭ কিলোমিটার গভীরে। ফুকুশিমার পারমাণবিক চুল্লিতেও পড়েছে ভূমিকম্প ও সুনামির প্রভাব। তবে শক্তিশালী এ ভূমিকম্পে এখনো কোনো হতাহত বা বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইউএস জিওলজিক্যাল সার্ভে প্রথমে ভূমিকম্পটির মাত্রা ৭ দশমিক ৩ বললেও পরবর্তীতে রিখটার স্কেলে তা ৬ দশমিক ৯ মাত্রা বলে জানায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here