গাজীপুরের কালিয়াকৈরে ৪ মাসের এক শিশু কন্যাকে হত্যা করে লাশ ডোবায় লুকিয়ে রাখে তার মা। এঘটনায় পুলিশ ওই শিশুর পাষন্ড মা’কে মঙ্গলবার গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতের নাম মর্জিনা আক্তার (২২)। সে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার পানখাউয়া গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী এবং একই জেলার চৌহালী থানার কুড়কি গ্রামের মোকাদ্দেস মোল্লার মেয়ে।
কালিয়াকৈর থানার ওসি আব্দুল মোতালেব এবং স্থানীয়রা জানান, প্রেমের সম্পর্কের জের ধরে প্রায় দেড় বছর আগে সাইফুল ইসলাম ও মর্জিনা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর এ নবদম্পতি কালিয়াকৈর উপজেলার মাটিকাটা ছাপড়া মসজিদ এলাকায় ইব্রাহিম মিয়ার কলোনীতে ভাড়ায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকুরী করতো। বিয়ের এক বছরের মধ্যেই তাদের সংসারে সায়মার জন্ম হয়। কিন্তু অল্প সময়ের মধ্যে সন্তান জন্ম হওয়ার ঘটনায় পরিবারের সদস্যরা মর্জিনাকে সন্দেহ করে এবং তাকে নিয়ে নানা মন্তব্য করতে থাকে। বিষয়টি তার স্বামী সাইফুল ইসলামকে জানালেও সেও একই ধরণের মন্তব্য করে। একপর্যায়ে এঘটনায় ক্ষিপ্ত হয়ে মর্জিনা সোমবার গভীর রাতে ৪ মাসের শিশু কন্যাকে শ্বাসরোধে হত্যা করে লাশ বাড়ীর পাশের ডোবার পানিতে ফেলে দিয়ে সায়মা নিখোঁজ হয়েছে বলে প্রচার চালায়। বিভিন্নস্থানে খোঁজাখুঁজির পর এলাকাবাসি ডোবায় সায়মার লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ মঙ্গলবার শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এঘটনায় জড়িত সন্দেহে পুলিশ প্রথমে নিহতের মা, বাবা ও দাদীকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সায়মাকে হত্যার কথা পুলিশের কাছে স্বীকার করে শিশুটির মা মর্জিনা আক্তার। এঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।
মোস্তাফিজুর রহমান টিটু, স্টাফ রিপোর্টার, গাজীপুর।