কারখানায় আগুনে দগ্ধ ২০ নারী শ্রমিক ঢামেকে : ‘আশুলিয়ায় দগ্ধদের সবার অবস্থা আশঙ্কাজনক’

0
0

22-11-16-ashulia-fire_dmch-1সাভারের আশুলিয়ায় কালার ম্যাচ বিডি লিমিটেড নামে একটি কারখানায় লাগা আগুনে দগ্ধ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ২০ জন নারী শ্রমিক ভর্তি হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় ৬টি অ্যাম্বুলেন্সে করে তাদের নিয়ে আসা হয়।ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহমুদুল হক জানান, সোমবার বিকাল ৪টা ২৪ মিনিটে কারখানাটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে আসে ৬টা ১৫ মিনিটে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করে।

সাভারের আশুলিয়া গ্যাস ল‍াইটার কারখানার আগুনে দগ্ধ শ্রমিকদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি থাকা সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। মঙ্গলবার (২২ নভেম্বর) রাত ৮টার দিকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান প্রফেসর আবুল কালাম সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, ‘এ পর্যন্ত আমরা ২১ জন দগ্ধ শ্রমিককে পেয়েছি। এদের সবারই শ্বাসনালী পুড়ে গেছে। একে আমরা মেজর বার্ন বলি।’ তিনি বলেন, ‘রোগীদের সবার অবস্থা আশঙ্কাজনক। এদের মধ্যে সর্বোচ্চ ৭০ শতাশং ও সর্বনিম্ন ২০ শতাংশ পুড়ে গেছে। কয়েকজনকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হচ্ছে।’

এক প্রশ্নে জবাবে প্রফেসর আবুল কালাম বলেন, ‘চিকিৎসার কোনো ত্রুটি হচ্ছে না। বার্ন ইউনিটের জরুরি বিভাগে তাৎক্ষণিকভাবে ৫০ জন রোগীকে চিকিৎসা দেওয়ার প্রস্তুতি থাকে।’ এ সময় ঢামেক হাসপাতালের উপ পরিচালক খাজা আব্দুল গফুর উপস্থিত ছিলেন। এদিকে, হাসপাতাল সূত্র জানায়, আগুনে দগ্ধসহ মোট ৩৯ জন আহত হয়েছেন। এদের মধ্যে ২০ জনকে ঢামেক ‍হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

আহতরা হলেন- এরা হলেন, জলি (৩০), মুক্তি আক্তার (১৮), হালিমা (২৫), ফাতেমা (১৫), নাজমা (১৭), রিনা (২০), মেহেরা (৩০), খাদিজা (১৪), আঁখি (১৪), সোনিয়া (১৬), শিমু (২৫), হাফিজা (১৬), মাহমুদা (২৬), লাভলী (১৫), সখিনা (২৬), শরীফা (২২), সোনিয়া (১৬), ফারজানা (১৬), জান্নাতি (২০) ও জাকিয়া (১৯)। বাকিদের সাভারের এনাম মেডিকেলসহ স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here