নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষে কাজ করতে সবাই ঐক্যবদ্ধ হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার (২২ নভেম্বর) রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনের সামনে শামীম-আইভি বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
ডা. সেলিনা হায়াৎ আইভী ও স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমানকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে সবাইকে এক হয়ে কাজের তাগিদ দেওয়া হয়েছে জানিয়ে কাদের বলেন, প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনা আইভির পক্ষে একযোগে কাজের নির্দেশ দিয়েছেন। বৈঠকে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজের প্রতিশ্রুতিও দিয়েছেন। দলের নিয়ম-শৃঙ্খলা সবাইকে মানতে হবে। আগামী ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন হবে। ২৪ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। যাচাই-বাছাই ২৬ ও ২৭ নভেম্বর। ৪ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।
বৈঠকে উপস্থিত ছিলেন দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ডা. দীপু মনি, আবদুর রহমান, আওয়ামী লীগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী (নৌফেল)। এছাড়া ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শীর্ষ কয়েকজন নেতা।