ইইউ’র চিন্তা বাদ, চীন-রাশিয়াকে নিয়ে ‘ইউরেশিয়ান’ গ্রুপে যোগ দিতে পারে তুরস্ক

0
307

এরদোগানতুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান বলেছেন, ইউরোপীয ইউনিয়নে যোগ দেবার চিন্তার মধ্যে আটকে থাকা উচিত নয়, তারা বরং রাশিয়া ও চীনকে নিয়ে একটি ‘ইউরেশিয়ান’ গ্রুপে যোগ দিতে পারেন। সংবাদ মাধ্যমের রিপোর্টে বলা হয়, এরদোগান বলেছেন যে তিনি ইতোমধ্যেই এই ভাবনা নিয়ে তার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনাও হয়েছে।রাশিয়া ছাড়াও কাজাখিস্তানের প্রেসিডেন্ট নূরসুলতান নাজারবায়েভের সাথেওএ বিষয়ে আলোচনা করেছেন তিনি। এ দুটি দেশই সাংহাই প্যাক্ট নামে একটি গ্রুপের সদস্য, যেটি একটি শিথিল নিরাপত্তা ও অর্থনৈতিক জোট। এর অন্য সদস্যরা হচ্ছে চীন, কিরগিজস্তান ও তাজিকিস্তান।

গত প্রায় এক দশক ধরে তুরস্কের আশা ছিল ইউরোপীয় ইউনিয়নে যোগ দেবার। কিন্তু এ বছর জুলাই মাসে প্রেসিডেন্ট এরদোগানের বিরুদ্ধে এক ব্যর্থ অভ্যুত্থানের পর ওই আলোচনা ঝিমিয়ে পড়ে। ইউরোপের নেতারা বলছেন, ওই অভ্যুত্থান প্রচেষ্টার পর এরদোগানের সরকার যে গ্রেফতার ও শুদ্ধি অভিযান শুরু করেছে, তা ইইউর সদস্য হওয়া এবং ভিসা-মুক্ত চলাচলের আলোচনার যেসব আবশ্যিক পূর্বশর্ত রয়েছে তার লংঘন বলে বিবেচিত হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here