জেলা সদরের মোগলহাট সীমান্তে ভারতীয় গ্রাম জারিধরলার নগদটারী। এখানে রয়েছে ১০০০ ও ৫০০ টাকার মোট ৯০ লাখ টাকার ভারতীয় নোট। তা ভারতীয় ব্যাংকে জমা দেওয়াকে কেন্দ্র করে শুরু হয়েছে নানা গুঞ্জন। বিপাকে পড়েছে গ্রামবাসী। ৯০ লাখ টাকা বাংলাদেশী গরু ব্যবসায়ির বলে রয়েছে প্রচার। এখন ভারতীয় বিএসএফ উক্ত টাকার উৎস সম্পর্কে খোঁজ খবর করছে বলে জানাগেছে। ভারতীয় জারিধরলার নগদটারী গ্রামটি মোগলহাট সীমান্ত সংলগ্ন। এই গ্রামে শিশুরা বাংলাদেশের স্কুলে পড়াশুনা করে। ভারতীয় জনসাধারন মোগলহাট বাজারে নিত্যপ্রয়োজনীয় পন্য কেনা বেচা করে। বিষয়টি ওপেন সিক্রেট। বিজিবি ও আইনশৃংখলাবাহিনী বিষয়টি সম্পর্কে জানে। তবে অত্যন্ত মানবিক কারনে ভারতীয়দের এখানে কেনাবেচা করতে কাউকেই বাধা দেয়া হয়না।
মোগলহাট কর্ণপুর গ্রামের ফারুক (৪৫), সহিদার(৫০) জানান , যুগযুগ ধরে জারিধরলার নগদটারীর মানুষ মোগলহাটে বাজার কেনাবেচা করে আসছে। মোঘল হাটে অনেক ভারতীয় তাদের ছেলেমেয়েকে বিয়ে দিয়েছে। ফলে দুই পারের মানুষজন এখানে আত্মীয় স্বজনদেরমতই বসবাস করছে। সাধারন মানুষের এই সুযোগটি নিয়েছে এখন চোরাকারবারী ও গরুর ব্যবসায়িরা। এখানে কোটি কোটি টাকার গরুর ব্যবসা হয়ে আসছে।
নগদটারী ভারতীয় গ্রামটি ভারতের মূল ভূখন্ড হতে ধরলা নদীর কারনেই বিচ্ছিন্ন। এখানে তিন চার রার নদী পাড়ি দিয়ে ভারতে যেয়ে হয়। গ্রামটি তাই দূর্গম। তবে গ্রামটির মানুষ খুর সহজেই বাংলাদেশের হাটবাজারে আসতে পারে। লালমনিরহাট শহরের কয়েকজন ব্যবসায়ি গরু , মসল্লা , চিনি লবনসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ব্যবসায় অর্থ বিনিয়োগ করেছে। জনৈক জামাল নামের কথিত লাইনম্যান এই সীমান্তে মসল্লা ও নিত্যপ্রয়োজনীয় ব্যবসার নিয়ন্ত্রন করে আসছে। ভারতীয় নাগরিক আমিনুল ইসলাম (৪২) জানান , ভারতের ব্যাংকে নগদটারী গ্রামের মানুষ ভারতীয় ব্যাংকে ৯০ লাখ টাকা জমা দিয়েছে। নতুন নোট সংগ্রহ করবে তারা। কিন্তু বিএসএফ এখন ৯০ লাখ টাকার উৎস খোঁজ করছে।
গ্রামের অনেক মানুষ বিএসএফের কাছে তথ্য দিয়েছে নগদটারী গ্রামের ২০- ২৫ ঘরের মানুষ মিলে এই ৯০ লাখ টাকা জমা দিয়েছে। এই খবরে সীমান্ত জুড়ে নানা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ৯০ লাখ টাকা মোগলহাট সীমান্তের দুরারকুটি হাটের গরু টাকা। বাংলাদেশী জনৈক ব্যবসায়ি (হুন্ডি ব্যবসায়ি ) এই অর্থের মালিক। সকলে জানে কে লালমনিরহাট শহরে হুন্ডির ব্যবসা করে। এই হুন্ডির ব্যবসায়ি নগদটারী গ্রামের মানুষকে ব্যবহার করে হুন্ডির ৯০ লাখ টাকা বৈধ করতে গিয়ে মহা বিপাকে পড়েছে।
মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি