রোহিঙ্গা ইস্যুটি দেশের জন্য অস্বস্তিকর:স্বরাষ্ট্রমন্ত্রী

0
0

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালমিয়ানমার থেকে বাংলাদেশে আসা রোহিঙ্গা ইস্যুটি দেশের জন্য অস্বস্তিকর এ মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে চোরাচালান প্রতিরোধ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয়ের ৫৭তম বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে, রোহিঙ্গারা যাতে বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে সেজন্য বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ড ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে।এ সময় তিনি, চোরাচালান দমনে দেশব্যাপী গত ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত মোট তিন লাখ ৮ হাজার অভিযান পরিচালনা করে মোট ৯ হাজার ৮ ৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় আটক করা হয় ১২৬১ কোটি টাকার মালামাল। মামলায় ১ হাজার ৪৮৮ জনকে সাজা দেয়া হয়েছে।মন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত থাকবে এবং সীমান্তে টহল জোরদার করা হবে।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোজাম্মেল হক খান, বিজিবি’র নতুন মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন, র্যা বের মহাপরিচালক বেনজির আহমেদ এবং র্যা ব, কোস্টগার্ড, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here