রামপাল কয়লা বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে ২৬ নভেম্বর জাতীয় কমিটির মহাসমাবেশ সফল করার লক্ষ্যে জনগণের স্বতঃস্ফূর্ত সাড়ার মধ্য দিয়ে গণসংহতির প্রচারপত্র বিলি, পথসভা ও জনসংযোগ অনুষ্ঠিত, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি’র নেতৃত্বে আজ বিকাল ৪.৩০টায় জনসংযোগ কর্মসূচিটি মোহাম্মদপুর টাউন হল থেকে শিয়া মসজিদ হয়ে শ্যামলী সিনেমা হল পর্যন্ত চলে। এতে নেতৃত্ব দেন সংগঠনের রাজনৈতিক পরিষদের সদস্য ফিরোজ আহমেদ, আবুল হাসান রুবেল, সম্পাদকম-লীর সদস্য বাচ্চু ভূইয়া, জুলহাসনাইন বাবু এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য দীপক রায়, জান্নাতুল মরিয়মসহ স্থানীয় নেতৃবৃন্দ। জনসংযোগকালে নেতাকর্মীরা পথচারী, শিক্ষার্থী, অভিভাবক, কর্মজীবী, ব্যবসায়ী সহ সকল স্তরের মানুষের সাথে মত বিনিময় করেন এবং প্রচারপত্র বিলি করেন। স্থানীয় বাসস্ট্যান্ড, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, বাজার এবং বিভিন্ন মোড়ে মোড়ে এই কর্মসূচি পালিত হয়।
এর আগে আজ ২০ নভেম্বর ২০১৬, রবিবার গণসংহতি আন্দোলন ঢাকা মহানগরের উদ্যোগে সকাল ১০.৩০টায় ধানমন্ডির সেন্ট্রাল রোড-সিটি কলেজ-কলাবাগান হয়ে গ্রীনরোডের বিভিন্ন পথে ও প্রতিষ্ঠানে এবং বিকেল ৪টায় মোহাম্মদপুর টাউন হল থেকে শিয়া মসজিদ হয়ে শ্যামলী সিনেমা হল পর্যন্ত গণসংহতির প্রচারপত্র বিলি, পথসভা ও জনসংযোগ অনুষ্ঠিত হয়। সকাল ১০.৩০টার জনসংযোগ কর্মসূচিতে উপস্থিত থেকে নেতৃত্ব দেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদের সদস্য তাসলিমা আখ্তার, সম্পাদকম-লীর সদস্য বাচ্চু ভুঁইয়া, জুলহাসনাইন বাবু ও কেন্দ্রীয় নেতা দীপক রায় প্রমুখ।
পথসভায় জোনায়েদ সাকি বলেন, উন্নত বিশ্ব যেখানে নিরাপদ ও সস্তা বিকল্প জ্বালানির দিকে যাচ্ছে, সেখানে কয়লাভিত্তিক বিদ্যুৎপ্রকল্পের নামে বাংলাদেশকে ভারত ও চীনের বাতিল প্রযুক্তির ডাস্টবিনে পরিণত করা হচ্ছে। সুন্দরবনের কাছে রামপালে কয়লাবিদ্যুৎ কেন্দ্রের বিরুদ্ধে গোটা জাতি আজ একতাবদ্ধ হলেও সরকার একগুয়ের মত তাদের তৎপরতা অব্যাহত রেখেছে। বাংলাদেশের জনগণ সম্মিলিতভাবে এই তৎপরতা রুখবে। তিনি স্থানীয় জনসাধারণকে ২৬ নভেম্বর তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটিরি ডাকে কেন্দ্রীয় শহীদ মিনারের মহাসমাবেশে হাজির হয়ে নাগরিকদের জনরায় জানিয়ে দেয়ার আহবান জানান।
জনসংযোগ পরিচালনার সময়ে স্থানীয় অধিবাসীরা সুন্দরবন রক্ষার এই আন্দোলনে তাদের পূর্ণ সংহতি জ্ঞাপন করেন। অনেকেই স্বতঃস্ফূর্তভাবে প্রচারকাজে অংশও নেন। ভারতীয় স্বার্থে সুন্দরবন ধ্বংসকারী রামপাল কয়লা প্রকল্প বাতিলের দাবিতে আগামী ২৬ নভেম্বরের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে গণসংহতি আন্দোলনের এই ধারাবাহিক জনসংযোগ কর্মসূচি প্রতিদিন অব্যাহত থাকবে।