ভারতের কানপুরে ট্রেন দুর্ঘটনায় নিহত শতাধিক

0
205

%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0

ভারতের উত্তর প্রদেশের কানপুরে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহতের সংখ্যা ১০০ ছড়িয়ে গেছে বলে দেশটির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাত ৩টার দিকে কানপুর থেকে ১০০ কিলোমিটার দূরে পুখরাইয়া এলাকায় ইন্দোর-পাটনা এক্সপ্রেসের ১৪টি বগি লাইন ছেড়ে বেরিয়ে পরস্পরের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায়। ট্রেনের অধিকাংশ যাত্রী তখন ঘুমাচ্ছিলেন। ভারতের উত্তর প্রদেশের কানপুরের কাছে রোববার ভোরে পাটনা-ইন্দোর এক্সপ্রেস ট্রেনের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে নিহত যাত্রীর সংখ্যা ১০০ ছাড়িয়েছে। দেশটির স্থানীয় গণমাধ্যম ও পুলিশ বলছে, আহত হয়েছে কমপক্ষে ১৫০। হতাহত যাত্রীর সংখ্যা আরও বাড়তে পারে।টাইমস অব ইন্ডিয়া ও এএফপির খবরে জানা যায়, কানপুরের পাক্রায়ন এলাকার কাছে ওই দুর্ঘটনা ঘটে। সে সময় বেশির ভাগ যাত্রীই ঘুমাচ্ছিলেন। উত্তর প্রদেশের এডিজি দলজিৎ সিং চৌধুরী জানান, এ পর্যন্ত নিহত যাত্রীর সংখ্যা ১০০ ছাড়িয়েছে। অনেক যাত্রীই গুরুতর আহত। ভারী যন্ত্র দিয়ে বগিগুলো কেটে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত বগির মধ্যে আরও যাত্রী আটকে আছেন কি না, তা তল্লাশি করে দেখছেন উদ্ধারকর্মীরা।

কানপুর পুলিশের আইজি জাকি আহমেদ জানান, আহত যাত্রীদের স্থানীয় হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। আহত যাত্রীদের আনা-নেওয়ায় ৩০টি অ্যাম্বুলেন্স কাজ করছে। যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে বেশ কয়েকটি বাস দুর্ঘটনাস্থলে গিয়েছে। টেলিভিশন ফুটেজে দেখা গেছে,দুমড়েমুচড়ে যাওয়া বগিগুলো একটি আরেকটির ওপর পড়ে রয়েছে।দুর্ঘটনার কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে, রেললাইনের ত্র“টির কারণে দুর্ঘটনা ঘটতে পারে। নর্দান সেন্ট্রাল রেলওয়ের মুখপাত্র বিজয় কুমার জানান, এসটু বগিটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে থাকা যাত্রীদের হতাহত হওয়ার আশঙ্কা বেশি। তিনি আরও জানান, জেলা প্রশাসন ও রেলওয়ে কর্মকর্তারা উদ্ধারকাজে অংশ নিয়েছেন। শীতাতপনিয়ন্ত্রিত চারটি বগিও লাইনচ্যুত হয়েছে।কানপুর রেঞ্জের ডিআইজি রাজেশ মোদক বলেন, ট্রেনের দুটি বগি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকে নিহত হওয়ার আশঙ্কা রয়েছে। ভারতের রেলওয়ের মুখপাত্র অনিল সাক্সেনা বলেন, দুর্ঘটনাস্থলে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তা ও চিকিৎসক দল কাজ করছে। জেলার প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে তাঁরা সব সময় যোগাযোগ রাখছেন।এনডিটিভির খবরে জানা যায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গভীর শোক জানিয়ে বলেছেন, দুর্ঘটনার বিষয়ে তিনি রেলমন্ত্রী সুরেশ প্রভুর সঙ্গে কথা বলেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, দুর্ঘটনাস্থলে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনী পাঠানো হয়েছে।ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব পুলিশের ডিজিকে উদ্ধারকাজ তদারকির নির্দেশ দিয়েছেন। রেলমন্ত্রী সুরেশ প্রভু তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।

বিশ্বের অন্যতম বড় রেল যোগাযোগব্যবস্থা রয়েছে ভারতে। সেখানে দূরের ভ্রমণে রেলপথই প্রধান মাধ্যম। কিন্তু রেলের অবকাঠামোগত দুর্বলতা রয়েছে। প্রায়ই বড় বড় ট্রেন দুর্ঘটনা ঘটে। ২০১৪ সালে উত্তর প্রদেশে ট্রেন দুর্ঘটনায় ২৬ জন নিহত হয়। গত বছর মধ্যপ্রদেশে ভারী বৃষ্টিতে দুটি ট্রেন লাইনচ্যুত হয়ে ২৭ জন নিহত হয়।২০১০ সালে ভারতের পশ্চিমবঙ্গের ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ১৪৬ জন নিহত ও ২০০-এরও বেশি আহত হয়।কানপুরের পুলিশ ও রেল কর্মকর্তাদের বরাত দিয়ে ইংরেজি দৈনিক হিন্দুর অনলাইন সংস্কারণে বলা হয়েছে, উদ্ধার হওয়া লাশের সংখ্যা ১০০ ছড়িয়ে গেছে। ২২৬ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে, যাদের মধ্েয ৭৬ জনের অবস্থা গুরুতর।ভারতের নর্দার্ন সেন্ট্রাল রেলওয়ের মুখপাত্র বিজয় কুমার এনডিটিভিকে বলেছেন, দুর্ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেননি তারা।ইন্দোর থেকে পাটনা যাওয়ার পথে মালাসার ও পুখরাইয়া স্টেশনের মাঝামাঝি এলাকায় ট্রেনটি লাইনচ্যুত হয়।ওই ট্রেনের আরোহী কৃষ্ণ কেশব বিবিসিকে বলেন, প্রচন্ড ঝঁকিতে আমাদের ঘুম ভেঙে যায়। সবাই খুব আতঙ্কের মধ্যে ছিলাম। আমি অনেকগুলো লাশ দেখেছি, অনেক মানুষ আহত হয়েছে।

নিহতদের অধিকাংশই ছিলেন ইঞ্জিনের ঠিক পেছনে উল্টে যাওয়া দুটি বগির আরোহী। অনেক বগি দুমড়ে মুচড়ে যাওয়ায় ভেতরে আটকা পড়া যাত্রীদের উদ্ধারের জন্য গ্যাস কাটার ব্যবহার করতে হচ্ছে। আহতদের তাৎক্ষণিক চিকিৎসা দিতে একটি মেডিকেল টিমও ঘটনাস্থলে পৌঁছেছে বলে উত্তর প্রদেশ পুলিশের এডিজি দলজিত সিং চৌধুরী জানিয়েছেন।টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ট্রেন থেকে বের করে আনার পর অক্ষত যাত্রীদের কাছের মালাসা স্টেশনে নিয়ে যাওয়া হচ্ছে। সেখান থেকে একটি বিশেষ ট্রেনে করে তাদের পাটনা পৌঁছে দেওয়া হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক টুইটে এ দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, রেলমন্ত্রী সুরেশ প্রভুর সঙ্গে কথা বলে নির্দেশনাও দিয়েছেন। আর রেলমন্ত্রী সুরেশ প্রভু এক টুইটে বলেছেন, এ দুর্ঘটনার জন্য যারাই দায়ী হোক না কেন, তাদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।

তিনি জানিয়েছেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে শিগগরিই একটি তদন্ত কমিটি করা হবে। নিহতদের পরিবার ও গুরুতর আহতদের জন্য আর্থিক সহায়তা ও ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছে রেল কর্তৃপক্ষ ও রাজ্য সরকার। কানপুর ভারতের একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন, যে স্টেশন দিয়ে প্রতিদিন কয়েকশ ট্রেন যাতায়াত করে। দুর্ঘটনার কারণে ওই পথের ট্রেনগুলোকে অন্যপথে যেতে বলেছে রেল কর্তৃপক্ষ। বিবিসি লিখেছে, সোয়াশ কোটি মানুষের দেশ ভারতে প্রতিদিন প্রায় ২ কোটি ৩০ লাখ মানুষ বিস্তৃত ট্রেন নেটওয়ার্ক ব্যবহার করে। কিন্তু যন্ত্রপাতি পুরনো হওয়ায় প্রায়ই সেখানে বিভিন্ন দুর্ঘটনা ঘটে। এদিকে, ভারতের কানপুরের কাছে দুর্ঘটনাকবলিত ট্রেনের দুমড়েমুচড়ে যাওয়া বগির ভেতর থেকে দুই শিশুকে জীবন্ত উদ্ধার করা হয়েছে। এস ৩ বগিটি দুমড়েমুচড়ে উল্টে গিয়েছিল। ভেতর থেকে ছয় ও সাত বছরের দুটি ছেলেশিশুকে উদ্ধার করা হয়েছে।এনডিটিভির খবরে জানা যায়, ওই দুই শিশুর কাছেই মৃত এক নারীকে পড়ে থাকতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, তিনি ওই শিশুদের মা।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনীর (এনডিআরএফ) কর্মকর্তা এ কে সিং বলেন, ভেঙেচুরে যাওয়া আরেকটি বগিতে দুজন মেয়ে আটকে আছে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে। উদ্ধারকাজ শেষ করার আগে কেউ আটকে আছে কি না, তা তল্লাশি করে দেখা হবে।এ কে সিং আরও বলেন, উৎসুক মানুষের ভিড় উদ্ধারকাজকে বাধাগ্রস্ত করছে।এদিকে দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া কয়েকজন যাত্রী টাইমস অব ইন্ডিয়াকে তাঁদের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন। অনেককেই বিধ্বস্ত বগিগুলোর কাছে নিশ্চুপ বসে থাকতে দেখা গেছে। তাঁরা বিস্ময়ে হতবাক ছিলেন। চোখে ছিল জল।দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা এক যাত্রী বলেন, ধপ করে একটি শব্দ। ঘুম ভেঙে গেল। দেখি ঘোর অন্ধকার।’ তিনি আরও বললেন, ‘আমি সৌভাগ্যবান। কারণ, আমি বেঁচে আছি। নিরাপদে আছি। কিন্তু আমি একেবারে মৃত্যুর কাছাকাছি চলে গিয়েছিলাম।ওই ট্রেনের যাত্রী ছিলেন নিকিতা ত্রিবেদি। তিনি বললেন, যাদের সঙ্গে এক কামরায় বসে যাচ্ছিলাম, তাদের মরদেহ দেখছি। আমি এর আগে কখনো এ রকম দৃশ্য দেখিনি।ট্রেনের আরেক এক যাত্রী বললেন, হঠাৎ প্রচ- ঝাঁকুনি হয়। যাত্রীরা আসন থেকে পড়ে যান। তখনো বুঝে উঠতে পারেননি এত বড় দুর্ঘটনা ঘটেছে। তাঁর পাঁচ সহযাত্রী এখনো নিখোঁজ। তাঁদের জন্য তিনি উদ্বিগ্ন।আরেক যাত্রী বলেন, ট্রেনের বগিটি কাত হয়ে পড়ে যাচ্ছিল। আহত অবস্থায় তিনি নেমে আসেন। এখন মাকে খুঁজে পাচ্ছেন না।অন্যদিকে, দুই ভাই আর তিন বোনকে নিয়ে যাচ্ছিলেন আরেক যাত্রী। কিন্তু এখন ভাইবোন কাউকেই খুঁজে পাচ্ছেন না। বুঝতে পারছেন না, তাঁরা বেঁচে আছেন, না মারা গেছেন। দশ দিন পর বিয়ে। আসছে ১ ডিসেম্বরের সাজ ও আয়োজন নিয়ে বিভোর ২০ বছর বয়সী রুবি গুপ্ত। বিয়ের কেনাকাটাও শেষ। বিয়ে উপলক্ষে কেনা সাজ-সরঞ্জাম, ভাই-বোন ও বাবাকে নিয়ে নিজ শহর উত্তর প্রদেশের আজমগড়ের উদ্দেশে ট্রেনে চেপে বসেন রুবি। ট্রেনের সঙ্গে সঙ্গে তাঁর স্বপ্ন ছুটে চলেছে নিজ শহরের দিকে। হঠাৎ আজ রোববার ভোরে কানপুরের কাছে ওই পাটনা-ইন্দোর এক্সপ্রেস ট্রেনের ১৪টি বগি লাইনচ্যুত হয়। এতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। আহত হয়েছে শতাধিক। রুবির বাবা রাম প্রসাদ গুপ্তের খোঁজ নেই সকাল থেকেই। মরিয়া হয়ে তাঁকে খুঁজে বেড়াচ্ছেন রুবিসহ তাঁর সন্তানেরা। বিয়ের স্বপ্ন চুলোয় যাক, এখন তাঁর একটাই চাওয়া, যে করেই হোক বাবাকে খুঁজে পাওয়া।এনডিটিভি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রেন দুর্ঘটনায় রুবি গুপ্তের হাত ভেঙে গেছে। এ ছাড়া তাঁর সঙ্গে থাকা বোন অর্চনা, খুশি, ভাই অভিষেক ও বিশাল গুরুতর আহত। এ অবস্থাতেই তাঁরা বাবাকে খুঁজে পেতে মরিয়া হয়ে উঠেছেন।

রুবি গুপ্ত বলেন, বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সবখানেই তাঁকে খোঁজা হয়েছে। কেউ কেউ আমাকে হাসপাতাল ও মর্গে খোঁজ নিতে বলেছেন। কিন্তু আমি বুঝতে পারছি না, আমি কী করব।’ তিনি বলেন, বিয়ের জন্য কেনা পোশাক, গয়নাসহ অন্য সব সামগ্রীও হারিয়ে গেছে। এগুলো এখন তাঁকে খুব একটা ভাবাচ্ছে না। বাবার চিন্তায় তিনি এখন অস্থির।রুবি আরও বলেন, ‘আমি জানি না, আমার বিয়েটা পরিকল্পনা মতো হবে কি না। এই মুহূর্তে আমি বাবাকে খুঁজে পেতে চাই। সবখানেই ফোন করার চেষ্টা করছি। কিন্তু জানি না কী হবে।ক্ষতিগ্রস্ত বগির মধ্যে কিছু যাত্রী আটকা পড়েছেন। এখন ভারী যন্ত্র দিয়ে বগিগুলো কেটে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করা হচ্ছে।এ ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিহতের পরিবার প্রতি দুই লাখ রুপি ও গুরুতর আহতদের ৫০ হাজার রুপি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।ভারতে ট্রেন লাইনচ্যুত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া । প্রতিবেশী দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তিনি একটি শোকবার্তা পাঠিয়েছেন বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন।তিনি বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশের সরকার ও জনগণ এবং ব্যক্তিগতভাবে এই দুর্ঘটনায় স্বজন হারানোদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here