গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, ঢাকাস্থ ফ্রান্স দূতাবাস, বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং আঁলিয়াস ফ্রসেস এর যৌথ ব্যবস্থাপনায় আঁদ্রে মালোর ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ধারাবাহিকভাবে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
১৯৭১ সালে আঁদ্রে মালো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যে, সহযোগিতা করেছেন এবং ১৯৭৩ সালে বাংলাদেশ সফরের সময় বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে শহীদ বুদ্ধিজীবী ও ছাত্রসহ অন্যান্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন এই অনুষ্ঠানের মূল বিষয়। মূলত তিনি ছিলেন বাংলাদেশের একজন অপ্রতিম বন্ধু।
অনুষ্ঠানটি ২২ ও ২৩ নভেম্বর ঢাকায় এবং ২৬ নভেম্বর চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। মূল অনুষ্ঠান ২৩ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সকলের জন্য আয়োজন করা হয়েছে।