পাবনায় এ যুগের দ্বীপ পত্রিকার সম্পাদকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

0
175

pabna-photo_01

পাবনা থেকে প্রকাশিত দৈনিক এ যুগের দ্বীপ পত্রিকার সম্পাদক সরকার আরিফুর রহমান আরব আলীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সাংবাদিকদের বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। রোববার দুপুর ১২টায় শহরের আব্দুল হামিদ সড়কে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন রচনা করা হয়। পাবনা প্রেসক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত মানবন্ধনে প্রেসক্লাব কর্মকর্তা, সদস্য ও পাবনায় কর্মরত বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন প্রেসক্লাব সম্পাদক আখিঁনুর ইসলাম রেমন। এ সময় অন্যান্য‘র মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কামাল সিদ্দিকী, সহ-সভাপতি আখতারুজ্জামান আখতার, সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন, সহ-সম্পাদক জিকে সাদী, অর্থ সম্পাদক নরেশ চন্দ্র মধু, সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক ছিপাত রহমান সনম, দপ্তর সম্পাদক এসএম আলাউদ্দিন, প্রেসক্লাবের সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি, বিটিভি প্রতিনিধি আব্দুল মতীন খান, প্রেসক্লাবের সাবেক সম্পাদক ও কালেরকণ্ঠের পাবনা প্রতিনিধি আহমেদ উল হক রানা, একুশে টিভি ও মানবজমিন প্রতিনিধি রাজিউর রহমান রুমী, বেতার প্রতিনিধি সুশীল তরফদার, আমাদের সময় প্রতিনিধি সুশান্ত কুমার সরকার প্রমুখ। মানববন্ধনে দ্রত হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানানো হয়।

উল্লেখ্য গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ যুগের দ্বীপ পত্রিকার সম্পাদক সরকার আরিফুর রহমান আরব আলী বেড়া পৌর এলাকার কালী মন্দিরের কাছে একটি দোকানে বসে চা খাওয়ার সময় অতর্কিত একদল দূর্বৃত্ত তার উপর হামলা চালায় এবং হকিষ্টিক ও লোহার রড দিয়ে পিটিয়ে তাকে গুরুত্বর ভাবে আহত করে। তিনি বর্তমানে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত সরকার আরিফুর রহমান আরব আলীর পরিবারের দাবী সংবাদ প্রকাশের জের ধরে তার উপর এই হামলা চালানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হলেও গত তিনদিনেও পুলিশ হামলাকারীদের গ্রেফতার করেনি।

পাবনা প্রতিনিধি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here