গাজীপুর শহরের জয়দেবপুর বাজারে ব্যবসায়ী টুটুল হত্যা মামলার প্রধান আসামী শাহপরানসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় হত্যাকান্ডে ব্যবহৃত দু’টি চাপাতি উদ্ধার করা হয়েছে। মাদকের টাকার ভাগ ভাটোয়ারা নিয়ে দ্বন্ধে টুটুল খুন হয়েছে বলে গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশীদ রবিবার সাংবাদ সম্মেলণে জানিয়েছেন।
পুলিশ সুপার হারুন অর রশীদ তার কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলণে জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের উত্তর বিলাশপুর এলাকায় স্ত্রী ও একমাত্র মেয়েকে ভাড়া বাসায় থেকে জয়দেবপুর বাজারে ব্যবসা করতো টুটুল (২৫)। গত ১ নবেম্বর রাতে জয়দেবপুর কাঁচা বাজার এলাকায় কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে টুটুলের মাথা, ঘাড়, গলা ও হাতে এলোপাতাড়ি কুপিয়ে এবং গলা কেটে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। এঘটনায় পুলিশ প্রধান অভিযুক্ত শাহপরানসহ ৪জনকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত দু’টি চাপাতি উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- গাজীপুর সিটি কর্পোরেশনের চাবাগান এলাকার মোঃ মঙ্গল আলীর ছেলে মোঃ শাহ্পরান (১৯), কালিয়াকৈর উপজেলার বক্তারপুর এলাকার রুহুল আমিনের ছেলে ইমরান ওরফে কেহেরমান (২৫) ও বাঘা ওরফে পৃথিবী ওরফে ইব্রাহিম ওরফে সাজ্জাদ (২২) এবং ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ দত্তপাড়া এলাকার মৃত আঃ রহমানের ছেলে জাহাঙ্গীর (২২)। গ্রেফতারকৃতরা নিজেদের দোষ স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মাদকের টাকার ভাগ ভাটোয়ারার দ্বন্ধে টুটুলকে তারা হত্যা করেছে বলে স্বীকারোক্তি দিয়েছে। শীঘ্রই তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে।
মোস্তাফিজুর রহমান টিটু, স্টাফ রিপোর্টার, গাজীপুর।