গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শহীদ আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় হাইকোর্ট থেকে খালাস পাওয়া জাহাঙ্গীর আলম ওরফে বড় জাহাঙ্গীর রবিবার গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার, পার্ট-১ থেকে মুক্তি পেয়েছেন। সে টঙ্গীর গোপালপুর এলাকার নূর হোসেনের ছেলে।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার,পার্ট-১ এর জেল সুপার সুব্রত কুমার বালা জানান, শহীদ আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় জাহাঙ্গীর আলমকে বিচারিক আদালত ফাঁসির আদেশ দেন। পরে হাইকোর্টে আপিল করলে ১২ বছর পর তাকে মামলা থেকে খালাস প্রদান করা হয়। বৃহস্পতিবার আদালতের কাগজপত্র কারাগারে আসলে তা যাচাই-বাছাই শেষে রবিবার বিকেল পৌণে ৪টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার, পার্ট-১ থেকে তাকে মুক্তি দেওয়া হয়। একই মামলায় চলতি বছরের গত ১২ সেপ্টেম্বর ৩০ বছর সাজাপ্রাপ্ত দুই আসামি উচ্চ আদালতে আপিল করলে ১২ বছর সাজা শেষে তাদের খালাস প্রদান করা হয় বলেও জানান সুব্রত কুমার বালা। খালাসপ্রাপ্তরা হলেন- টঙ্গীর আউচপাড়া এলাকার আজহার উদ্দিন সরকারের ছেলে রাকিব উদ্দিন ওরফে পাপ্পু সরকার এবং টঙ্গীর মরকুন এলাকার আব্দুল বারেকের ছেলে আয়ুব আলী।
মোস্তাফিজুর রহমান টিটু, স্টাফ রিপোর্টার, গাজীপুর।