আইভীসহ পাঁচজনের মনোনয়নপত্র সংগ্রহ

0
0

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহের চতুর্থ দিন আওয়ামী লীগের প্রার্থী বর্তমান মেয়র সেলিনা হায়াৎ আইভীসহ আরও চারজন মেয়র পদের ফরম সংগ্রহ করেছেন। রোববার দুপুর পর্যন্ত আইভীর পক্ষে তার ব্যক্তিগত সহকারী আবুল হোসেন, বিএনপির সুলতান মাহমুদ, এলডিপির কামাল প্রধান ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মাহবুবুর রহমান ইসমাইল মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এর আগে মনোনয়নপত্র সংগ্রহের প্রথম দিন ফরম নেন কল্যাণ পার্টির রাশেদ চৌধুরী। জেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুজ্জামান তালুকদার জানান, রোববার দুপুর পর্যন্ত মেয়র পদে মোট পাঁচটি, সাধারণ সদস্য পদে ১২৭টি ও সংরক্ষিত সদস্য পদে ৩০টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিভিন্ন প্রার্থী ও তাদের প্রতিনিধিরা।আগামী ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোট করতে নির্বাচন কমিশন যে তফসিল দিয়েছে, তাতে মনোনয়নপত্র জমা নেওয়া হবে ২৪ নভেম্বর পর্যন্ত। ২৬ ও ২৭ নভেম্বর বাছাই শেষে ৪ ডিসেম্বর পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে।

প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমদ সোমবার স্থানীয় সরকার প্রতিষ্ঠানের এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন ইসির উপ-সচিব মো. নুরুজ্জামান তালুকদার।সিটি করপোরেশন হিসেবে যাত্রা শুরুর পর নারায়ণগঞ্জে এটি দ্বিতীয় ভোট। তবে দলীয় প্রতীকে ভোট হবে এবারই প্রথম।গত নির্বাচনে আওয়ামী লীগের দুই নেতা সেলিনা হায়াৎ আইভী এবং এ কে এম শামীম ওসমান প্রার্থী হয়েছিলেন। ২০১১ সালের ওই নির্দলীয় নির্বাচনে শামীম ওসমানকে এক লাখের বেশি ভোটে হারিয়ে নারায়ণগঞ্জের প্রথম মেয়র হন সাবেক চেয়ারম্যান আইভী।
সেবার বিএনপি নারায়ণগঞ্জে ভোট বর্জন করলেও এবার অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here