অবশেষে ৩৪৩ চিকিৎসক নিয়োগের গেজেট প্রকাশ

0
0

259876_1

সরকারি কর্মকমিশনের সুপারিশের এক বছরেরও বেশি সময় পর অবশেষে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ৩৪৩ জন চিকিৎসা কর্মকর্তা (মেডিকেল অফিসার) নিয়োগের গেজেট প্রকাশ করা হলো। রোববার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিবার পরিকল্পনা-২ অধিশাখা থেকে এটি প্রকাশ করা হয়।

গেজেটে আগামী ৬ ডিসেম্বর ওই কর্মকর্তাদের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ে যোগ দিতে বলা হয়েছে। এই চিকিৎসকেরা ২০১৫ সালের বেতন স্কেল অনুযায়ী নবম গ্রেড দিয়ে চাকরি শুরু করবেন।এ বছরের ১৯ সেপ্টেম্বর ‘পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মেডিকেল অফিসার: উত্তীর্ণ হলেও চাকরি হচ্ছে না ৩৮৩ চিকিৎসকের’ শিরোনামে প্রথম আলোতে একটি সংবাদ প্রকাশিত হয়।

২০১৪ সালের ৭ মে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ৫৩৫টি চিকিৎসা কর্মকর্তার স্থায়ী শূন্য পদ পূরণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। দেড় বছরের প্রক্রিয়া শেষে গত বছরের ১২ অক্টোবর চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এ বছরের ১ থেকে ৪ ফেব্র“য়ারি তাঁদের স্বাস্থ্য পরীক্ষা শেষ হয়। এরপর জানানো হয়, শিগগিরই নিয়োগ হয়ে যাবে। কিন্তু তাঁরা নিয়োগ পাচ্ছিলেন না। আজ গেজেট প্রকাশের মধ্য দিয়ে তাঁরা নিয়োগ পেলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here