আইসিটি থেকে ৫ বিলিয়ন ডলার আয় করবে বাংলাদেশ

0
0

%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%95%e0%a6%82%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%9c-%e0%a6%85%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%87%e0%a6%9f%e0%a6%bf

তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইটি খাতকে এগিয়ে নিয়ে যাচ্ছি। সজীব ওয়াজেদ জয় এ খাতে নানা ধরনের সহযোগিতা দিচ্ছেন। এর ফলশ্রুতিতে আমরা জোর করে বলতে পারি ২০২১ সালের মধ্যে আইসিটি খাত থেকে ৫ বিলিয়ন মার্কিন ডলার আয় করব। রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি ভবনে ওয়ার্ল্ড কংগ্রেজ অন আইটি ২০২১ সালের সম্মেলন উপলক্ষে মতবিনিময় সভা সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি শনিবার এসব কথা বলেন। আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিএস) ভবনে এ সম্পর্কিত এক সমঝোতা সাক্ষর অনুষ্ঠিত হয়। এসময় তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও উইটসা চেয়ারম্যান ইভুনি চু উপস্থিত ছিলেন।

পলক বলেন, আইটি বেইজে মানবসম্পদ উন্নয়নে আরও এগিয়ে যাব। এর মধ্যে যেমন ই-কমার্স চালু করেছি। এটাকে আমরা আরও প্রোমোট করছি। আমাদের এ সম্মেলনের অন্যতম পৃষ্টপোষক ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস অ্যালায়েন্স (উইস্টা)।বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন আইসিটির অতিরিক্ত সচিব হাররু অর রশিদ ও উইস্টার চেয়ারম্যান ইভানুচু। ইভানুচু বলেন, আইসিটি খাত বাংলাদেশে এখন ভালো সময় পার করছে। কারণ আমি দেখতে পাচ্ছি, এটা বাংলাদেশের সম্ভাবনাময় খাত। ভীষণ ২০২১ সালকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগিয়ে যাচ্ছে। পরবর্তী ৪-৫ বছরের মধ্যে আইসিটি খাত বড় আয়ের উৎস হবে। আমরা সাপোর্ট দিয়ে যাব।আগামী ২০২১ সালের ‘দ্য ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস অ্যালায়েন্স (উইটসা)’ এর কংগ্রেস বা সম্মেলন বাংলাদেশে অনুষ্ঠিত হবে। আইসিটি খাতে ৮০ দেশের এ জোট পৃথিবীর সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তি বিষয়ক সংগঠন। প্রতি দু’বছর পরপর এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। চলতি বছর এ সম্মেলন হয়েছে ব্রাজিলের সাওপাওলো নগরীতে।

জুনাইদ আহমেদ পলক বলেন, ৮০টি দেশের এই সংগঠন বিশ্বের আইসিটি খাতের উন্নয়নে সবচেয়ে বড় ভূমিকা পালন করে আসছে। বিশ্বব্যাপী তাই এই কংগ্রেসের সম্মান রয়েছে। এই কংগ্রেসে সদস্য দেশগুলোর সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও আইসিটি ব্যক্তিত্বরা অংশ নিয়ে থাকেন। এতে অংশগ্রহণকারী দেশগুলো আইসিটি খাতে তাদের অভিজ্ঞতা ও প্রযুক্তি পরস্পরের সঙ্গে বিনিমিয় করতে পারে।তিনি বলেন, বর্তমান সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ’ ও ‘ভিশন-২০২১’ কে এগিয়ে নেওয়ার প্রক্রিয়া ও উদ্যোগকে স্বাগত জানিয়ে ২০২১ সালে উইটসা কংগ্রেস ঢাকায় করতে সম্মত হয়েছে সংগঠনটি।

অনুষ্ঠানের ফাঁকে বিসিএস সভাপতি মোস্তফা জব্বার বলেন, আজকের সমঝোতা সাক্ষর কেবল কংগ্রেসকে কেন্দ্র করেই না। সরকারের ভিশন-২০২১ কে সফল করতে আইসিটি খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতা করতে উইটসা আজকের এ চুক্তির মাধ্যমে সম্মতি দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here