যাত্রাদলের শিল্পীদের জন্য নৃত্য, অভিনয়, সঙ্গীতসহ সার্বিক বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম এর উদ্বোধন

0
0

dsc_0091

আপনি নিশ্চয়ই অবগত আছেন যে, দেশব্যাপী যাত্রাশিল্প চর্চার সার্বিক মান উন্নয়নের লক্ষ্যে যাত্রাশিল্প উন্নয়ন নীতিমালা ২০১২ এর আলোকে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এ পর্যন্ত দেশের মোট ৮৮টি যাত্রাদলকে নিবন্ধিত করাসহ বেশ কিছু কর্মসূচী গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় এবারে যাত্রাশিল্পীদের জন্য ০২টি কর্মশালা আয়োজন করা হয়েছে। একটি যাত্রাদলের নৃত্য শিল্পীদের জন্য নৃত্য প্রশিক্ষণ কার্যক্রম এবং অন্যটি যাত্রাদলের অভিনয়, সঙ্গীতসহ সার্বিক বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম।

যাত্রাদলের নৃত্য শিল্পীদের জন্য নৃত্য প্রশিক্ষণ কার্যক্রম:
যাত্রাশিল্প পরিবেশনায় মূল পালার সঙ্গে যেসব অনুসঙ্গ ওতোপ্রতোভাবে যুক্ত তার মধ্যে নৃত্য উপস্থাপনা একটি কার্যকর উপাদান। কিন্তু অত্যন্ত দুঃখের হলেও সত্য যে, এই নৃত্য পরিবেশনায় সঙ্গে অশ্লিলতা যুক্ত হয়ে তা সামগ্রিকভাবে যাত্রাশিল্পকেই দারুণভাবে ক্ষতিগ্রস্থ করে তুলেছে। ইতোপূর্বে যাত্রাশিল্পের উপর বারবার সরকারীভাবে যে নিষেধাজ্ঞা জারী হয়েছে তার অন্যতম প্রধান কারণও নৃত্যের এই অশ্লীলতাযুক্ত অশোভন পরিবেশনা। অথচ কোন এক সুদূর অতীতে যাত্রা প্যান্ডেলে মূল পালার পাশাপাশি সুরুচিপূর্ণ ও আর্কষণীয় বিনোদন হিসেবে নৃত্য পরিবেশনা দর্শককে বিপুল আনন্দ দান করেছে। উক্ত কর্মশালায় ধ্রুপদি নৃত্য (ক্ল্যাসিক্যাল), রুচিকর বিনোদনধর্মী বিভিন্ন গানের সাথে নৃত্য, যন্ত্র সংগীতের নৃত্য সাথে এবং পাশাপাশি নৃত্যের পোষাক, অর্থবহ মুদ্রা ও অঙ্গভঙ্গি এবং মেক আপসহ আনুসাঙ্গিক সকল বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে, যাতে করে এই শিল্পীরা পরবর্তীতে সামগ্রিকভাবে যাত্রাশিল্পের নৃত্য পরিবেশনার মান উন্নয়নে উল্লেখ্যযোগ্য ভূমিকা রাখতে পারে।

যাত্রাদলের অভিনয়, সঙ্গীতসহ সার্বিক বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম:
যাত্রাশিল্প পরিবেশনায় অভিনয় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। অভিনেতার প্রবেশ ও প্রস্থান থেকে শুরু করে তার সংলাপ বলার ধরণ, অভিনেতার মুভমেন্ট সবকিছু ভিন্ন মাত্রা যোগ করে। এখানে অভিনয়ের একটা আলাদা সুর আছে, তাল আছে, ছন্দ আছে, লয় আছে এবং অভিনেতার কণ্ঠেস্বরের যে ব্যাপ্তি ও ক্ষমতা সেটা অনুধাবন করার বিষয় রয়েছে। এছাড়াও উক্ত কর্মশালায় পোষাক, মেকআপ, আলো, শব্দ, যাত্রাপালা রচনা, পরিচালনাসহ আনুসাঙ্গিক সকল বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে যাতে করে এই শিল্পীরা পরবর্তীতে যাত্রাশিল্পের উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে।

১৮ নভেম্বর থেকে ২৫ নভেম্বর ২০১৬, ০৮দিনব্যাপী কর্মশালা ০২টি চলবে। কর্মশালার মধ্য দিয়ে ৩০মিনিটের ০৫টি ওয়ার্কশপ প্রোডাকশন নির্মাণ করা হবে, যা কর্মশালার সমাপনী দিনে মঞ্চায়ন করা হবে। এলক্ষে আজ ১৮ নভেম্বর ২০১৬ তারিখ বিকাল ৫.০০টায় একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে কর্মশালা ০২টির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন নাট্যব্যাক্তিত্ব জনাব এস এম মহসীন,নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক জনাব বদরুল আনাম ভূইয়া ও ০৫টি ওয়ার্কশপ প্রোডাকশনের পরিচালকবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here