ছিনতাইয়ের সময় হাতেনাতে ধরা খেলো পুলিশ

0
294

%e0%a6%9b%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%a4%e0%a6%be%e0%a6%87%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%9f-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a7ছিনতাই করে জনতার হাতে ধরা খেয়েছেন পুলিশের একজন কনস্টেবল। ডিম ব্যবসায়ীর কাছ থেকে ৪৪ হাজার টাকা ছিনতাই করার সময় জনতা তাকে ধরে পুলিশের কাছে তুলে দেয়। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। রাজধানীর লালবাগ কেল্লা মোড় এলাকায় ডিমের চালান সরবরাহ করে ভোরবেলায় ভ্যানে চড়ে ফিরছিলেন আবদুল বাসির। তেজগাঁও স্টেশন রোডের আড়তে যাওয়ার পথে হোটেল সোনারগাঁও এলাকায় একটি মোটরসাইকেলে আসা দুই পুলিশ সদস্য তার পথরোধ করে। দুজনই পুলিশের পোশাক পরা ছিল। এ সময় আবদুল বাসিরের কাছে থাকা ৪৪ হাজার টাকা ছিনিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে জনতা তাদের ধরে ফেলে।

পরে তাকে শাহবাগ থানায় আনা হয়। আটক পুলিশ কনস্টেবলের নাম লতিফুজ্জামান। তার বাড়ি শরিয়তপুরে। ঢাকা মহানগর ট্রাফিক উত্তরে তার কর্মস্থল। পালিয়ে যাওয়া আরেক কনস্টেবলকে ধরতে অভিযান শুরুর কথা জানিয়েছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here