হাতীবান্ধা মেডিকেলের বেহাল দশা তদারকি করার যেন কেউ নেই

0
178

%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%be-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b9

স্বাস্থ্যসেবা জনগণের দ্বার গোড়ায় পৌছাতে সরকার নিরলস ভাবে কাজ করছেন। এজন্য সরকার ওয়ার্ড, ইউনিয়, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে ক্লিনিক, মেডিকেল এবং মেডিকেল কলেজ তৈরি করেছেন। কোটি কোটি টাকা খরচ করে মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করেছেন। এর পরেও দুর্নীতি, তদারকি আর সঠিক ব্যবস্থাপনার অভাবে ভেঙ্গে পড়েছে লালমনিরহাট জেলাধীন হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা ব্যবস্থা। ৫০ শয্যা বিশিষ্ট হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সটির দুর্দশার আর নোংরা পরিবেশের শেষ নেই। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে নিজ এলাকায় চাকরী করার সুবাদে কাউকেই জবাবদিহি করারও যেন লক্ষন নেই। সুইপার, মালি, নৈশ প্রহরীর পোস্টে চাকরী নিয়ে কাজ করেন ডাক্তারের। এতে ক্ষতি হচ্ছে সরকারের, প্রতারিত হচ্ছে জনগণ আর লাভবান হচ্ছে উক্ত মেডিকেলের কর্মকর্তা কর্মচারীরগন।

একসময় যে মেডিকেলে রোগী রাখার মতো কোন জায়গাই ছিলো না আর এখন সেই মেডিকেলের নোংরা পরিবেশ, ডাক্তারের অবহেলার কারনে কোন রোগীই ভর্তি হতে চায় না। সরেজমিনে গিয়ে দেখা যায়- হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটির রোগীরা বাহিরে টিউবওয়েলে গোসল করছে। মহিলা, পুরুষ ও শিশু বিভাগের ৫টি ওয়ার্ড টয়লেটের দুর্গন্ধযুক্ত। বিছানার পর্দা ময়লাযুক্ত ছেড়া। নতুন কোন তোয়ালা নেই। টয়লেটে প্রায় পানি থাকেনা, উপর নিচেই ময়লা। নিয়োগকৃত ৩জন সুইপার থাকলেও টয়লেট পরিষ্কার করার মত কেউ নেই। সুইপারের অবহেলার কারণে অত্যন্ত দুর্গন্ধযুক্ত টয়লেটেই রোগীদের যাতায়াত করতে হয়। মেকানিকাল গাফিলতির কারনে টয়লেটে পানি থাকে না। ফলে টয়লেটের চার পাশে নোংরা ময়লা থাকে সবসময়। কোন সুস্থ্ লোক দুই-তিনবার এই টয়লেটে প্রবেশ করলে তাকে অসুস্থ্ হতে হবে বলে ভর্তিকৃত রোগীরা বলেন।

অসুস্থ মানুষ মেডিকেলে আসে সুস্থ হবার আশায় কিন্তু এই মেডিকেলের নোংরা পরিবেশের কারনে কোন সুস্থ লোক কয়েকবা যাতায়াত করলে তাকে অসুস্থ্ হয়ে ফিরে যেতে হবে। এলাকার প্রভাব, দুর্নীতি আর অব্যবস্থাপনার কারনেই এখানে সমস্যার শেষ নেই। ফলে সামান্য রোগে আক্রান্ত রোগীকে চিকিৎসা নিতে যেতে হয় সুদুর রংপুর মেডিকেল কলেজে। যা গরীব পরিবারের জন্য সম্ভব নয়।

এখানে নিয়োগ প্রাপ্ত ৩জন সুইপার সাফিয়া খাতুন, নুরজাহান বেগম ও আক্তার হোসেন থাকলেও কাজ করার মত কেউ নেই! কিন্তু হাজিরা খাতায় সই আর মাস শেষে বেতন তোমার মত ঠিকই আছে। পুরুষ সুইপার আক্তার হোসেনকে দেখা যায়, তিনি নিয়মিত জরুরী বিভাগে কাজ করেন। এছাড়াও সে নাকি জরুরী বিভাগের ইনচার্যের দায়িত্বে আছেন। আসমা বেগম বেশি বয়সের অজুহাতে ৭ বছর হতে লাইজু বেগম (৪৫) নামের এক মহিলাকে ১০০০ টাকা মাসিক বেতন দিয়ে কাজ করান। বেতন কম হওয়ায় সেও এখন আর কাজ করতে চায় না। নুরজাহান বেগম বয়স আর ডায়াবেটিস রোগের আজুহাতে ৮ বছর হতে মনির (৬০) বছরের এক বৃদ্ধকে ৪০০ টাকা মাসিক বেতন দিয়ে কাজ করান।

উপজেলা স্বাস্থ্য পপ কর্মকর্তা ডাঃ রমজান আলী। বাড়ী উপজেলার নিজ গড্ডিমারী এলাকায়। তিনি এখানে ২০০২ সালে মেডিকেল অফিসার হিসাবে বদলী হয়ে আসেন। এখানেই তার উপঃ পঃপঃ কর্মকর্তার প্রোমোশন পেয়ে ৩ বছর থেকে কাজ করছেন। এছাড়াও পার্শ্ববর্তী এলাকায় তার শশুর বাড়ী।  বিভিন্ন সভা সেমিনার, প্রাইভেট প্রাকটিস, সংসার আর আত্মীয় স্বজনের খোজ খবর নিতে তার সময় থাকে না। তিনি মেডিকেলের দেখভাল করবেন কিভাবে? যার বাস্তব প্রমান এই প্রতিবেদন তৈরি করার সময় তিনদিনে ৬ বার তার অফিসে গেলেও তাকে পাওয়া যায়নি।

মেডিকেল অফিসার (আবাসিক) ডাঃ নাঈম। বিসিএস পরিক্ষায় পাশ করে চাকরী জীবনে প্রথমেই এখানে যোগদান করেন। তিন বছর হতে তিনি এখানে আছেন। কাজ কর্মে রয়েছে তার যথেষ্ট গাফিলতি। সকাল, দুপুর এবং রাতে ভর্তিকৃত রোগীদের একটু চেক করা বা দেখা ছাড়া যেন আর কোন দায়িত্ব নাই তার। ব্যাস্থ থাকেন প্রাইভেট প্রাকটি, বিভিন্ন ঔষধ কোম্পানির রিপেজেন্টিভদের উপটৌকন আর বাহিরে গিয়ে ইনকাম করার কাজে। এছাড়াও মেডিকে সময় না দেওয়া, সম্মানী লোক আর স্টাবদের সাথে অসৌজন মুলক আচরন করারও অভিযোগ করেছেন অনেকেই।

ডাঃ নাঈম এর কাছে মেডিকেলের নোংরা পরিবেশ সম্পর্কে প্রথমদিন জানতে চাইলে তিনি কোন বক্তব্য দিতে রাজি হননি। দ্বিতীয় দিন তার অফিসে গেলে তিনি এক ঘন্টা দাড় করিয়ে রাখার পর দায় সাড়া বক্তব্য দেন। তিনি বলেন- আমি আবাসিক মেডিকেল অফিসার নই। এটা আমার অতিরিক্ত কাজ। এখন তো মেডিকেলটি অনেক ভালোই আছে। আমি আসার আগে এর চাইতে খারাপ অবস্থা ছিলো।  জনবল স্বল্পতার কারনে এমন হচ্ছে। নিজে কাজ না করে বদলী লোকদিয়ে সুইপারেরা কাজ করাচ্ছে? এ ব্যাপারে তিনি বলেন- সাফিয়া আর নুরজাহানের বয়স হয়েছে, তাই তারা বদলি লোক দিয়ে কাজ করাচ্ছেন। আক্তার হোসেনের জরুরী বিভাগে কাজ করার প্রঙ্গে জানতে চাইলে তিনি বলেন- এবিষয়ে আমি কিছুই বলতে পারব না।

হাতীবান্ধা উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু বলেন- শত ব্যস্ততার মাঝেও আমি মেডিকেলের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে বারবার তাদের সাথে কথা বলি এবং চাপ দেই। সোমবারের আইন শৃঙ্খলা মিটিং এ আমি ডাঃ রমজানকে এ বিষয়ে অনেক কথাই বলেছি এবং যাবতীয় হিসাব নিকাশ তলফ করেছি। এর পরেও যদি তারা মেডিকেলের সাভাবিক পরিবেশ ফিরিয়ে না আনে, তাহলে তাদের বিরুদ্ধে রেজুলেশন করে উপরে পাঠানো হবে। তবে যে যাই বলুক না কেন। সাধারন জনগণ মনে করেন। মেডিকেলের নোংরা পরিবেশের জন্য উপঃ পঃপঃ কর্মকর্তা ডাঃ রমজান আলী আর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাঈম হোসেনেই দায়ী। তাদের গাফিলতি আর দুর্বল প্রশাসনিক দক্ষতার কারনে আজকে মেডিকেলের এই দুর্দশা। হাতীবান্ধা উপজেলাবাসী খুব দ্রুত মেডিকেলের সাভাবিক পরিবেশ আর স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য সরকারে প্রতি আহবান জানান।

মোঃ ইউনুস আলী লালমনিরহাট প্রতিনিধি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here