সীমান্তরক্ষীবাহিনীবর্ডারগার্ড বাংলাদেশের(বিজিবি) মহাপরিচালকের দায়িত্ব নিয়েছেন মেজর জেনারেল আবুল হোসেন।বুধবার সকালে বিদায়ী মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন আবুল হোসেন।বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন মহাপরিচালক পিলখানায় বাহিনীর সদর দপ্তরে পৌঁছােেলঊর্ধ্বতন র্কমর্কতারা তাকে অর্ভ্যথনা জানান।গত ২ নভেম্বর মেজর জেনারেল আবুল হোসেনকে বিজিবি প্রধানের দায়িত্ব দেয় সরকার।
সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের কর্মকর্তা আবুল হোসেন এর আগেও বিজিবিতে দায়িত্ব পালন করেছেন সেক্টর কমান্ডার হিসেবে।মেজর জেনারেল হোসেন রাষ্ট্রপতির সামরিক সচিবের দায়িত্ব নিয়ে বঙ্গভবনে আসার আগে সেনা সদরদপ্তরের ইঞ্জিনিয়ার ইন চিফ এবং মিরপুরে সেনাবাহিনী পরিচালিত মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ও গাজীপুরে বাংলাদেশ সমরাস্ত্র কারখানার কমান্ডেন্টের দায়িত্ব পালন করেন।
এক সময় ঢাকা সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলীর দায়িত্ব পালন করা আবুল হোসেন কুয়েতে জাতিসংঘ শান্তি মিশনেও নেতৃত্বের পর্যায়ে কাজ করেছেন। বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি পাওয়া এই সেনা কর্মকর্তা ব্যবসায় প্রশাসন ও ডিফেন্স স্টাডিজে মাস্টার্স করেছেন। চীন, তুরস্ক ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের নিয়েছেন প্রশিক্ষণ। ৬২ বছর বয়সী মেজর জেনারেল আবুল হোসেনের বাড়ি পটুয়াখালী জেলায়। তিনি দুই মেয়ের বাবা।