গৃহহীন সাঁওতালদের বাড়িঘর তৈরি করে দেবে সরকার

0
268

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন,গাইবান্ধার গোবিন্দগঞ্জে যেসব সাঁওতালের নিজস্ব বাড়িঘর নেই, তাঁদের আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ঘরবাড়ি করে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোথায় এসব বাড়িঘর তৈরি করে দেওয়া হবে, তা সংশ্লিষ্ট দপ্তরকে দেওয়া নির্দেশে বলা আছে।বুধবার সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান। এ সময় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় মন্দির ও হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়িতে হামলার বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় কোনো দলীয় কোন্দল ছিল কি না, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দলীয় কোন্দলের আভাস পেলে প্রধানমন্ত্রীকে বলতাম। আমি দেখেছি, কেউ ষড়যন্ত্র বা উদ্দেশ্যমূলকভাবে এটা করেছে।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নাসিরনগরের ঘটনায় এখনো তদন্ত চলছে।
বেশ কয়েকটি দল কাজ করছে। কী পাওয়া গেল, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তা বলা যাবে না।বৈঠক শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, কোনো সাঁওতাল পরিবার যদি হোমলেস থাকে, তাহলে তিনি আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে তাদের থাকার ব্যবস্থা করে দিবেন। নির্দিষ্ট ডিপার্টমেন্ট এ বিষয়ে ব্যবস্থা নেবে।

উচ্ছেদ হওয়া সাঁওতাল পল্লীর বাসিন্দারা তাদের বাপ-দাদার জমিতে থাকার অধিকার চান। খাবারের অভাবে এক বেলা খেয়ে দিন কাটাতে হলেও সরকারি সহায়তা নিতে রাজি নন তারা।দেড় শতাধিক পরিবার গত দশ দিন ধরে মাদারপুর চার্চের খোলা প্রাঙ্গণ ও চার্চের পরিত্যক্ত স্কুলভবনে বসবাস করছে। পল্লীর ছয়শ পরিবারেই দেখা দিয়েছে খাদ্য সংকটঅর্থ-যোগানের ব্যবস্থা না থাকায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারছেন না তারা। কাজের সুযোগও নেই। অধিকাংশ পরিবারের লোকজনই শুধু রাতে খেয়ে দিন পার করছেন।তাদের জন্য সরকার কোথায় আশ্রয়ন প্রকল্প করবে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সংশ্লিষ্ট বিভাগই সে ঘোষণা দেবে।তবে সাঁওতালদের দাবি অনুযায়ী চিনিকলের জমিতে তাদের থাকতে দেওয়া সম্ভব নয় বলে দুদিন আগে জানিয়ে দিয়েছেন শিল্পসচিব মোশাররফ হোসেন ভূঁইয়া।মিলের জমির বাইরে ১০ একর খাসজমিতে ভূমিহীন সাঁওতালদের পুনর্বাসনের প্রস্তাব দেওয়া হলেও তাতে সাড়া মিলছে না জানিয়ে সোমবার এক ব্রিফিংয়ে তিনি বলেন, “এখনও তারা বলছে, মিলের জমিতে তাদের জায়গা দিতে হবে। এটা সরকার দিতে পারে না।

সাঁওতাল ও বাঙালিদের ১৮টি গ্রামের ১ হাজার ৮৪০ দশমিক ৩০ একর জমি ১৯৬২ সালে অধিগ্রহণ করে রংপুর চিনিকল কর্তৃপক্ষ আখ চাষের জন্য সাহেবগঞ্জ ইক্ষু খামার গড়ে তুলেছিল। সেই জমি ইজারা দিয়ে ধান ও তামাক চাষ করে অধিগ্রহণের চুক্তিভঙ্গের অভিযোগ তুলে তার দখল ফিরে পেতে আন্দোলনে নামে সাঁওতালরা।এরপর সাহেবগঞ্জ বাগদা ফার্মে বিরোধপূর্ণ চিনিকলের জন্য অধিগ্রহণ করা ওই জমিতে কয়েকশ ঘর তুলে সাঁওতালরা বসবাস শুরু করেন। গত ৬ নভেম্বর চিনিকল কর্তৃপক্ষ জমি উদ্ধার করতে গেলে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষের সময় সাঁওতালদের বাড়িঘরে লুটপাট হয়।পুলিশের ভাষ্য, তারা সংঘর্ষ থামাতে গুলি চালায়। ওই ঘটনায় নিহত হন তিন সাঁওতাল, আহত হন অনেকে।

শিল্প সচিবের মত শিল্পমন্ত্রী আমির হোসেন আমুও মঙ্গলবার সাংবাদিকদের বলেন, এটা সাঁওতালদের জায়গা ছিল না। ভূমিদস্যুরা সাঁওতালদেরকে ব্যবহার করেছে। তাদের উদ্দেশ্য ছিল সাঁওতালদের দিয়ে দখল করিয়ে পরে নিজেদের দখলে নেওয়া।

বিজয় দিবস সামনে রেখে বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী কামালও সাঁওতাল পল্লীর ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।আমুর বক্তব্েযর সূত্র ধরে তিনি বলেন, মাননীয় শিল্পমন্ত্রী বলেছেন, এটা সুগার মিলের জায়গা, এই জায়গায় পর্যায়ক্রমে আখ চাষ করা হত। সেখানে কিছু আদিবাসী এসে ঘর তুলেছিল, তারা আবার চলেও গিয়েছেন। কালকে পর্যন্ত জানি সেখানে কেউ নাই।

স্বরাষ্ট্রমন্ত্রী সহজ সুরে পরিস্থিতির বিবরণ দিলেও ক্ষুদ্র নৃগোষ্ঠীর উপর গুলির ঘটনার পর থেকে সমালোচনা চলছে দেশজুড়ে। ঢাকাসহ দেশে বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচিও পালিত হচ্ছে।এদিকে ওই জমি এখন কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরাও করছে চিনিকল কর্তৃপক্ষ। মঙ্গলবার ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, দুই গজ পর পর সিমেন্টের পিলার দিয়ে তাতে বাঁধা হচ্ছে কাঁটাতার। গত ৯ দিনে এক কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করা হয়েছে।চিনিকল কর্তৃপক্ষের ডেপুটি ম্যানেজার রতন কুমার হালদ বলেন, নিজেদের জমি রক্ষা করতে হলে বেড়া দিতে হবে। তা না হলে দখল হয়ে যায়।ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলার পেছনে স্থানীয় রাজনৈতিক নেতাদের মধ্যে দ্বন্দ্বের বিষয়টি পুলিশের তদন্তে ধরা পড়লেও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলছেন অন্য কথা।তিনি বলেন, দলীয় কোন্দলের আভাস পেলে আমি মাননীয় প্রাইম মিনিস্টারকে বলতাম।আমি যেটা দেখেছি- হয়তো কেউ ষড়যন্ত্র বা উদ্দেশ্যমূলকভাবে করেছে বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। যেটাই হোক, রিপোর্ট পেলে আমরা স্পষ্ট হব। ফেইসবুকে ‘ইসলাম অবমাননার’ অভিযোগ তুলে গত ৩০ অক্টোবর নাসিরনগরে ১৫টি মন্দির ও হিন্দুদের শতাধিক বাড়িঘরে ভাংচুর-লুটপাট চালানো হয়।

অনুসন্ধানে জানা যায়,ওই হামলার নেপথ্যে ছিল নাসিরনগরের এমপি ছায়েদুল হকের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর দ্বন্দ্ব।হামলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর গাফিলতির অভিযোগ ওঠায় একটি তদন্ত কমিটি করেছিল পুলিশ প্রশাসন। তাদের প্রতিবেদনে হামলার পেছনের কারণ হিসেবে স্থানীয় রাজনৈতিক নেতাদের দ্বন্দ্বের বিষয়টিও এসেছে বলে জানিয়েছেন কমিটির প্রধান চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. শওকত হোসেন। সোমবার পুলিশ সদর দপ্তরে প্রতিবেদন দেওয়ার পর তিনি বলেন, এলাকায় একটি রাজনৈতিক দলের নেতাদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। দ্বন্দ্বের কোনো সুযোগ নিয়ে হামলার এই ঘটনা ঘটতে পারে বলে কমিটি মনে করেছে। তবে আরও তদন্তের প্রয়োজন রয়েছে।ওই হামলার ঘটনার পর পুলিশ আসামিদের ধরতে নিয়মিত অভিযান চালালেও ৪ ও ১৩ নভেম্বর একই এলাকায় কয়েকটি হিন্দু বাড়িতে আগুন দেওয়া হয়। দেশের বিভিন্ন স্থানে প্রতিদিনই নাসিরনগরের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ-মানববন্ধনের মত কর্মসূচি চলছে।

প্রথম হামলার নয় দিন পর স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও ওই এলাকা পরিদর্শনে গিয়েছিলেন। সেখানে তিনি কী দেখেছেন তা বুধবার সচিবালয়ে তার কাছে জানতে চান সাংবাদিকরা।জবাবে মন্ত্রী বলেন, ওই ঘটনা নিয়ে এখনও তদন্ত চলছে। বেশ কয়েকটি তদন্ত দল কাজ করছে। তদন্ত শেষ হওয়ার আগে আমাদের ফাইন্ডিংস-এর কথা বলতে পারব না। যে সাইবার ক্যাফেতে বসে স্থানীয় এক জেলের নামে ফেইসবুকে অবমাননাকর ছবি’ আপলোড করা হয়েছিল, তার মালিককে গ্রেপ্তারের চেষ্টা চলছে জানিয়ে কামাল বলেন, তাকে ধরলে হয়ত জানতে পারব- কে এটা করেছে। শিগগিরই তাকে আমরা ধরে ফেলব।হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় এ পর্যন্ত মোট তিনটি মামলা হয়েছে। মঙ্গলবার রাত পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে মোট ৮৫ জনকে।আসাদুজ্জামান খাঁন কামাল বলছেন, যাকেই এ ঘটনায় সম্পৃক্ত বলে তারা মনে করছেন, তাকেই ধরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কারা ওই ঘটনা ঘটিয়েছে তা জানার চেষ্টা হচ্ছে।সমাজ এগিয়ে এসেছে, আমাদের নিরাপত্তাবাহিনী এগিয়ে এসেছে। কাজেই মনে করি, যে ক্ষতি হয়ে গেছে তা তো হয়েই গেছে। পরবর্তীতে যেসব করণীয় তা আমরা করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here