রাজধানীতে দোকান মালিক ও ব্যবসায়ীদের উপর অতর্কিত হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। এসময় ব্যবসায়ীদের মারধর করে এবং মূল্যবান জিনিসপত্র ভাঙচুর করা হয়। হামলায় দোকান মালিকদের অনেকেই আহত হয় এবং কয়েকজনের অবস্থা আশংকাজনক, যারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে।
জানা গেছে, মঙ্গলবার, দুপুর ১২ টায়, উত্তরায় ৩ নং সেক্টর, হোয়াইট হল কমিউনিটি সেন্টারে দোকান মালিক ও ব্যবসায়ীদের এক প্রীতি সম্মেলন অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছিল। আলাপ আলোচনার পর মধ্যহৃভোজের সময় একদল সন্ত্রাসী দেশী-বিদেশি অস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালিয়ে উপস্থিত ব্যবসায়ীদের মারধর করে এবং ভাঙচুর করে। হামলায় দোকান মালিকদের অনেকেই আহত হয় এবং কয়েকজনের অবস্থা আশংকাজনক, যারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে।
এদিকে, নিরীহ দোকান মালিকদের প্রীতি সম্মেলনে চিহ্নিত সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ দোকান মালিক সমিতির চেয়ারম্যান জনাব এস এ কাদের কিরন ও মহাসচিব জনাব শাহ্ আলম খন্দকার এক যুক্ত বিবৃতিতে হামলাকারী ও সন্ত্রাসীদের অনতিবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবী করেন।