বিএনপির ২২ নেতা-কর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

0
0

bnp1

বিশেষ ক্ষমতা আইনে পল্টন থানায় করা মামলায় বিএনপি নেতা বরকতউল্লাহ বুলুসহ ২২ নেতা-কর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া অন্য নেতাদের মধ্যে আছেন শিমুল বিশ্বাস, সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, মারুফ কামাল খান সোহেল প্রমুখ।রোববার ঢাকার মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা মামলার অভিযোগপত্র আমলে নিয়ে এ আদেশ দেন। আগামী ২৭ জানুয়ারি পলাতক আসামিদের গ্রেপ্তার করা গেল কি গেল নাÑএমন তামিল প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে।

ওই আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল বলেন, গত বছরের ফেব্রুয়ারি মাসে করা বিশেষ ক্ষমতার এই মামলার অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। আজ আদালত পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। এই মামলায় মোট ৩০ জন আসামি রয়েছেন। তাঁদের মধ্যে একজন হাবিবুন্নবী খান সোহেল কারাগারে আছেন। পলাতক আছেন সাত আসামি। আসামিদের গ্রেপ্তারের বিষয়ে আগামী ২৭ জানুয়ারি পুলিশকে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।

এ মামলায় কারাগারে থাকা হাবিব উন নবী খান সোহেলের জামিন আবেদন এদিন নাকচ করে দেন বিচারক।জামিনে থাকা আমানুল্লাহ আমান, রাজীব আহসান, জয়নুল আবেদীনসহ পাঁচজন আগের ফের জামিন পেয়েছেন। এছাড়া এম কে আনোয়ার, শওকত মাহমুদ অসুস্থতার কারণ দেখিয়ে সময় চাইলে তাদের আবেদন মঞ্জুর হয়।গত বছর ১৩ ফেব্র“য়ারি ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবোরোধের মধ্যে শান্তিনগরের টুইন টাওয়ারের সামনে একটি পিকআপ ভ্যানে আগুন দেওয়া ও চালক রফিকুল ইসলামকে হত্যা চেষ্টার অভিযোগে পল্টন থানার এসআই মমিনুল ইসলাম এ মামলা করেন।গত বছরের ৩০ এপ্রিল ৩০ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেন একই থানার এসআই রফিকুল ইসলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here