বিশ্বকাপে বাছাইপর্ব : ব্রাজিলের কাছে হেরে শংকার মুখে আর্জেন্টিনা

0
0

%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%82%e0%a6%95%e0%a6%be

চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কাছে হেরে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ নিয়ে শংকার মধ্যে পড়ে গেছে আর্জেন্টিনা। বৃহস্পতিবার স্তাদিও মিনেইরোতে অনুষ্ঠিত বাছাইপর্বের ম্যাচে স্বাগতিক ব্রাজিলের কাছে ৩-০ গোলে হেরে যাওয়ায় এ শংকায় পড়েছে আর্জেন্টিনা। এ জয়ের ফলে দক্ষিণ আমেরিকান অঞ্চলে পয়েন্ট তালিকার শীর্ষস্থানটি ধরে রেখেছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। অপরদিকে তালিকার ষষ্ঠ অবস্থানে থাকা আর্জেন্টিনার চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সম্ভাবনাই হুমকির মুখে পড়ে গেছে। কারণ এ অঞ্চলের শীর্ষ চার দল ২০১৮ সালে রাশিয়ায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের সুযোগ পাবে। পঞ্চম দলকে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলতে হলে প্লে-অফ ম্যাচে জয়ী হয়ে আসতে হবে।

ব্রাজিলের হয়ে এদিন আন্তর্জাতিক ক্যারিয়ারের অর্ধশত গোলের মাইলফলকও স্পর্শ করেছেন বার্সেলোনা তারকা নেইমার। ৭৪তম ম্যাচ থেকে গোলের এই হাফ সেঞ্চুরি পূর্ণ করেন নেইমার। ব্রাজিলের হয়ে এদিন নেইমার ছাড়াও গোল পেয়েছেন ফিলিপ কুটিনহো ও পলিনহো। পাশাপাশি ২০১৪ বিশ্বকাপের সেমি-ফাইনালে জার্মানির কাছে ৭-১ হেরে যাওয়া মাঠে এটি ছিল কোচ তিতের দলের টানা পঞ্চম জয়। এর ফলে ১১ ম্যাচ থেকে ২৪ পয়েন্ট সংগ্রহ করেছে ব্রাজিল। অপরদিকে সর্বশেষ চার ম্যাচ থেকে মাত্র ২ পয়েন্ট সংগ্রহকারী আর্জেন্টিনা সর্বমোট ১৬ পয়েন্ট নিয়ে তালিকার ষষ্ঠ অবস্থানে থাকায় প্লে-অফ ম্যাচে খেলার দৌড় থেকেও পিছিয়ে পড়েছে।

নেইমার ও কুটিনহোর দুর্দান্ত পারফর্মেন্সে প্রথমার্ধেই ২-০গোলের লীড নিয়ে নেয় স্বাগতিক ব্রাজিল। দ্বিতীয়ার্ধে আরেকটি গোল করে ব্যবধানকে ৩-০ তে উন্নীত করেন পলিনহো।ম্যাচের শুরুতে মেসির কলণ আর্জেন্টিনা কয়েকটি আক্রমণ রচনা করলেও এরপর ব্রাজিলীয়দের কড়া প্রহারার কারণে নিজেকে আর মেলে ধরতে পারেননি আর্জেন্টাইন সুপারস্টার। এমন এক পরিস্থিতিতে অনেকটাই বিবর্ণ হয়ে যায় আর্জেন্টিনার পারফর্মেন্স। আর এই সুযোগগুলো কাজে লাগিয়ে চিরশত্রুদের নাস্তানাবুদ করে ব্রাজিল।ম্যাচের ২৫তম মিনিটেই স্বাগতিক দলকে লীড এনে দেন ফিলিপ কুটিনহো। নেইমারের কাছ থেকে পাওয়া পাসের বলটি নিয়ন্ত্রণে নিয়ে ডি বক্সের সামান্য বাইরে থেকে জোড়ালো শটে লক্ষ্যভেদ করেন তিনি (১-০)। বিরতিতে যাবার ঠিক আগমুহূর্তে নেইমার নিজে গোল করে দলকে দ্বিগুন ব্যবধানে পৌঁছে দেন। জেসুসের বাড়িয়ে দেয়া বলটি প্রতিপক্ষের ডি বক্সে ঢুকে নিয়ন্ত্রণে নেন নেইমার। এরপর দেখেশুনে বলটি আর্জেন্টিনার জালে জড়িয়ে দেন বার্সেলোনার এই তারকা ফুটবলার (২-০)। সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক ক্যারিয়ারে গোলের হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।

প্রথমার্ধে স্বাগতিক ব্রাজিলের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করলেও দ্বিতীয়ার্ধে একেবারেই হাল ছেড়ে দেয় সফরকারী আর্জেন্টিনা। ফলে গোল পরিশোধের মত অবস্থানে তারা পৌঁছাতে তো পারেইনি। বরং হজম করেছে আরো একটি গোল। ম্যাচের ৫৮তম মিনিটে আর্জেন্টাইন শিবিরে শেষ আঘাতটি হানেন পলিনহো। সফরকারী ডিফেন্ডারদের ভুলবুঝাবুঝির সুযোগকে কাজে লাগিয়ে বলের দখল নিয়ে সেটিকে সফরকারী দলের জালে জড়িয়ে দেন তিনি (৩-০)।বাকি সময়েও সফরকারীদের কোন রকম সুবিধা আদায় করতে না দিয়ে আরো কয়েকটি গোলের সুযোগ সৃষ্টি করেছির ব্রাজিল। এ সময় নেইমার, পলিনহোদের পাওয়া গোলের সুযোগগুলো হাতছাড়া না হলে আরো বড় ব্যবধানের হার নিয়েই দেশে ফিরতে হতো লিওনেল মেসির আর্জেন্টিনাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here