হিজড়া দিবস ২০১৬ উপলক্ষে ময়মনসিংহে মানববন্ধন

0
0

whatsapp-image-2016-11-10-at-16-47-09”হিজড়া লিঙ্গ” হিসেবে স্বীকৃতি দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন এবং তাদের সম্মানীভাতা,পূর্নবাসন,জেলা অফিসসহ নানান দাবীতে ও হিজড়া দিবস ২০১৬ উপলক্ষে ময়মনসিংহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টায় আলোর পথে হিজড়া সমাজ কল্যাণ জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এবং ময়মনসিংহ রেল ইসটেশনের নিকটে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এতে জেলার শতাধিক হিজড়ারা অংশ নেয়। এ সময় বক্তব্য রাখেন হিজড়া সমাজ কল্যাণ জেলা শাখার সভাপতি , সাধারন সম্পাদক , সাংগঠনিক সম্পাদক।

বক্তারা বলেন আজকের এইদিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিজড়াদের হিজড়া লিঙ্গ হিসেবে স্বীকৃতি দেয়ায় ধন্যবাদ জানিয়ে তাদের বৈষম্য দূরীকরণসহ অন্যান্য লিঙ্গের মানুষের মতো তাদের স্কুল কলেজে লেখাপড়ার সুযোগ প্রদান, সম্মানীভাতা প্রদান,পূর্নবাসনসহ সম-অধিকার প্রতিষ্ঠার জন্য জোর দাবী জানান। পাশাপাশি হিজড়াদের দেখলে অন্য লিঙ্গের মানুষজনের কটুক্তি বন্ধ সহ তাদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রদান করলে ওরাও সমাজ কিংবা রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভ’মিকা পালন করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এ জেলায় হাজারো হিজড়ার জন্য নানান সুযোগ সুবিধা প্রদানের জন্য জোর দাবী জানান।

whatsapp-image-2016-11-10-at-16-49-16

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here