সাড়ে নয় হাজার কোটি টাকা ব্যয়ে ১২টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদরে নির্বাহী কমিটি একনেক। বৃহস্পতিবার সকালে আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয়। এরমধ্যে সবচেয়ে বড় প্রকল্প ৩ হাজার ২শ’ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ আঞ্চলিক অভ্যন্তরীণ নৌ পরিবহণ প্রকল্প, ২ হাজার ৯শ’ ৮২ কোটি টাকা ব্যয়ে গ্রীড ভিত্তিক বিদ্যুৎ সরবরাহে দক্ষতা উন্নয়ন প্রকল্প।
অন্যান্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, মুজিবনগর সড়ক উন্নীতকরণ প্রকল্প, তিতাস গ্যাস ফিল্ডের লোকেশন-এ কম্প্রেসার স্থাপন প্রকল্প, পটুয়াখালীতে ১ হাজার ৩শ’ ২০ মেগাওয়াট কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ভূমি অধিগ্রহণ, কৃষি উন্নয়ন ও পুনর্বাসন প্রকল্প। সভাশেষে ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।