আজ ১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবস। নূর হোসেন এক অমিত সাহসী আত্মোৎসর্গকারী প্রেরণাদায়ক যুবকের নাম। যার শরীরে লেখা ছিল স্বৈরাচার নিপাত যাক-গণতন্ত্র মুক্তি পাক। বঙ্গবন্ধু আদর্শের অনুসারী বাংলাদেশ আওয়ামী যুবলীগের সক্রিয় কর্মী নূর হোসেন মৃত্যু নিশ্চিত জেনেও বুকে পিঠে ধারণ করেছিলেন অমর স্লোগান। তিনি জানতেন ক্ষাণিকক্ষণের মাধ্যেই স্বৈরাচারের বুলেটকে আলিঙ্গন করতে হবে। মৃত্যুকে আলিঙ্গন করেছিলেন তিনি দ্বিধাহীন চিত্তে।
শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হারুনুর রশীদ নেতৃত্বে ঢাকা মহানগর উত্তর সভাপতি মাইনুল হোসেন খান নিখিল ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা সহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ নূর হোসেন চত্বর, জুরাইন কবরস্থানে পুষ্পস্তবক অর্পন করে ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাত করেন।