সরকারকে বেকায়দায় ফেলতে নাসিরনগরে হামলা: হেফাজত

0
366

%e0%a6%b9%e0%a7%87%e0%a6%ab%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a4

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সাম্প্রদায়িক সন্ত্রাসের ঘটনাটি নিয়ে আওয়ামী লীগের নেতাদের সুরেই কথা বলেছেন হেফাজতে ইসলামের নেতারা।চট্টগ্রামভিত্তিক এই ইসলামী সংগঠনটির মহাসচিব জুনাইদ বাবুনগরী বলেছেন, সরকারকে বেকায়দায় ফেলতে উস্কানি দেওয়া হয়েছে। কে বা কারা করেছে জানি না। ঘটনার রূপরেখা বলছে সরকারকে বেকায়দায় ফেলতে এ কাজ করা হয়েছে।

নাসিরনগরে সাম্প্রতিক সাম্প্রদায়িক সন্ত্রাস নিয়ে ব্যাপক আলোচনার মধ্েয বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন তিনি।সংবাদ সম্মেলনে হেফাজতের যুগ্ম মহাসচিব মঈনুদ্দিন রূহী বলেন, “সরকারকে বিব্রত করতে একটি মহল পরিকল্পিতভাবে এ কাজ করেছে। আইনশৃঙ্খলা নষ্ট করতে এসব করা হচ্ছে।নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার জন্য বিএনপি আওয়ামী লীগকে দায়ী করলেও ক্ষমতাসীন দলটির নেতারা বলছেন, সরকারের অগ্রযাত্রা ব্যাহত করার ষড়যন্ত্রের অংশ হিসেবে এই ঘটনা ঘটানো হয়েছে।এক হিন্দু যুবকের ফেইসবুকে ইসলাম অবমানননার অভিযোগ তুলে বিক্ষোভ সমাবেশের মধ্েয গত ৩০ অক্টোবর নাসিরনগরে মন্দির ও হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট হয়।আহলে সুন্নাত ওয়াল জামাত’ ও ‘খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাতের’ আলাদা সমাবেশ চলার মধ্েয হিন্দু পাড়ায় হামলা হয়েছিল সেদিন।আহলে সুন্নাত নেতারা তাদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে চট্টগ্রামেই এক সংবাদ সম্মেলনে অন্য সমাবেশের উদ্েযাক্তাদের দিকে ইঙ্গিত করে বলেছিলেন, তারা হেফাজত সংশ্লিষ্ট।

জুনাইদ বাবুনগরী এই ঘটনায় নিজেদের সম্পৃক্ততার অভিযোগ নাকচ করে বলেন, ইসলাম কোনো সন্ত্রাসী হামলা, বাড়িঘরে আগুন দেওয়া, উগ্রবাদসহ কোনো বিষয়কে সমর্থন করে না।এ ধরনের হামলা যে কোনো সম্প্রদায়ের উপর হোক না কেন, ইসলামের দৃষ্টিতে হারাম। মানুষের ওপর নির্যাতন-জুলুম হেফাজত ইসলাম বরদাশত করে না। হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মঈনুদ্দিন রূহী বলেন, নাসিরনগরে সংখ্যালঘুদের উপর যে হামলা হয়েছে, হেফাজত ইসলাম এর প্রতিবাদ জানিয়েছে, বিবৃতি দিয়েছি। সংগঠনের নেতা মাওলানা সাইদুর রহমানের নেতৃত্বে ২৬ সদস্যের প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।নাসিরনগরে যারা হামলা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয় সংবাদ সম্মেলন থেকে।মিয়ানমারে মুসলিমদের উপর হামলা ও হত্যার প্রতিবাদ এবং বিশ্বের কাছে প্রতিকার চেয়ে এই সংবাদ সম্মেলন করে হেফাজত।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা তাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব মাওলানা লোকমান হাকিম, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা হাবিব উল্লাহ, হেফাজত আমিরের প্রেস সচিব মাওলানা মুনীর আহমদ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here